জাপানের জাতীয় ফল 'পার্সিমন' এবার কাঁকসার জঙ্গলমহলের মাটিতে

author img

By

Published : Jun 7, 2021, 5:14 PM IST

Updated : Jun 7, 2021, 5:34 PM IST

national-fruit-of-japan-named-persimmon-and-kashmiri-apple-orchard-in-kanksa

জাপানের জাতীয় ফল পার্সিমন এবং কাশ্মীরি আপেল এবার কাঁকসার জঙ্গলমহলের মাটিতে ৷ স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন কাঁকসার বিষ্ণুপুরের যুবক ৷ সরকারিভাবে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কাঁকসা ব্লকের কৃষক সেলের সভাপতি ৷

দুর্গাপুর, ৭ জুন : কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। আর সেই কথাকেই সত্যি করে দেখাল কাঁকসার প্রত্যন্ত গ্রামের এক যুবক। নিজের বাগানের সাড়ে তিন বিঘা জমিতে কাশ্মীরি আপেল,পার্সিমন ( জাপানের জাতীয় ফল ), সারা বছরের কুল, পেয়ারা, কাঁঠাল সহ বিভিন্ন দেশী ও বিদেশি ফল বাগানে চাষ করে তাক লাগাচ্ছেন কাঁকসার বিষ্ণুপুরের হরিসাধন গড়াই। প্রায় তিন-চার প্রজাতির আপেল গাছ আছে তাঁর বাগানে ৷

রায়ায়নিক সারের ব্যবহার নয় বরং গাছের ফলনের জন্য জৈব সারের উপরই তিনি ভরসা রেখেছেন ৷ পার্সিমান হোক বা কাশ্মীরি আপেল সবই শীতপ্রধান দেশের ফল ৷ কিন্তু পশ্চিমবঙ্গের মতো জায়গায়, যেখানে আবহাওয়া সর্বদাই খামখেয়ালিপনা দেখায় , সেখানে এই ধরনের ফল ফলানো সত্যিই অবাক করা ৷

ড্রামে আপেল চাষ
ড্রামে আপেল চাষ

এপ্রসঙ্গে হরিসাধন গড়াই জানালেন, দীর্ঘ দিনের ইচ্ছা ছিল নিজের একটি বাগান হবে ৷ যেখানে দেশী-বিদেশি বিভিন্ন ফলের গাছ থাকবে ৷ সেই ইচ্ছে বাস্তবে রূপান্তরিত হয়েছে । আপেল চাষ বিকল্প পদ্ধতিতে করা হয়েছে ড্রামের ভিতর। অন্যদিকে পার্সিমান চাষের জন্য মাঝেমধ্যে ঠান্ডা জলও দিতে হয় গাছগুলিতে ৷ এছাড়াও পান, বেদানা, লেবু নানারকম ফলেরও চাষ করা হয়েছে ৷

ফলেছে আম
ফলেছে আম

যুবকের এই স্বনির্ভর হওয়ার উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন কাঁকসা ব্লকের কৃষক সেলের সভাপতি গিরিধারী সিনহা ৷ তিনি বলেন, " এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার কথা জানাচ্ছেন। অন্যদিকে এই যুবকের উদ্যোগ অন্যান্য যুবকদেরও স্বনির্ভর হওয়ার পথে প্রেরণা জোগাবে ৷ যেকোনও সমস্যায় কৃষি দফতর যুবকের পাশে আছে ৷ "

জাপানের জাতীয় ফল 'পার্সিমন' এবার কাঁকসার জঙ্গলমহলের মাটিতে

আরও পড়ুন : Noorjahan Mango : সাড়ে 3 কেজি ওজন, একটি আমের দাম 1 হাজার

Last Updated :Jun 7, 2021, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.