Nachiketa on Babul : সঠিক পথটা বাছতে এত দেরি কেন বাবুলের, প্রশ্ন নচিকেতার

author img

By

Published : Sep 18, 2021, 4:37 PM IST

Nachiketa Chakraborty

বছর দুয়েক আগেই নচিকেতার "কাটমানি" গানটি ভাইরাল হয়। বাবুল সুপ্রিয় সেই গানটি ফেসবুকে পোস্ট করেছিলেন। তা নিয়ে কম বিতর্কও হয়নি ৷ শেষ পর্যন্ত বাবুলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি ডিলিট করে দেওয়া হয়েছিল ।

কলকাতা, 18 সেপ্টেম্বর : সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় যোগ দিয়েছেন তৃণমূলে । এর আগে তিনি রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তিনি তৃণমূলে যোগ দেওয়ায় বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, "বাবুল তো খুব বুদ্ধিমান ছেলে, এটা অনেক আগেই করা উচিত ছিল। সঠিক পথটা বাছতে ওর এত দেরি হল কেন ? খুব তাড়াতাড়ি ওর সঙ্গে দেখা হবে ৷ তখন জিজ্ঞেস করব ৷"

বছর দুয়েক আগেই নচিকেতার "কাটমানি" গানটি ভাইরাল হয় । সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় সেই গানটি পোস্ট করেছিলেন। তা নিয়ে কম বিতর্কও হয়নি ৷ শেষ পর্যন্ত বাবুলের অ্যাকাউন্ট থেকে গানটি ডিলিট করে দেওয়া হয়েছিল । পরে অবশ্য নচিকেতার ফেসবুজ পেজ থেকেও গানটি পোস্ট করা হয়। এই বিতর্ক ও বাদানুবাদের মাঝে বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়াতেই নচিকেতাকে 'ভন্ড গায়ক' বলেছিলেন। তা নিয়ে নচিকেতার অনুগামীদের সঙ্গে বাবুলের তরজায় সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল।

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

শেষ পর্যন্ত সেই বাবুল ফিরলেন তৃণমূলে। সেদিনের সেই কথা কি মনে রেখেছেন নচিকেতা ? ইটিভি ভারতের প্রতিনিধিকে নচিকেতা বলেন, "আমি তো বয়সে বড়, বাবুল সুপ্রিয় আমার চেয়ে ছোট। কী আর বলি, ওকে তো সেইদিনই ক্ষমা করে দিয়েছি ।" সবাই ভাবছিল বাবুল হয়তো এবার রাজনৈতিক সন্ন্যাস নিয়ে সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নেবেন। কিন্তু তিনি পুনরায় তৃণমূলে যোগ দেওয়ায় বিস্মিত অনেকেই। নচিকেতাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "রাজনীতিতে থাকা না-থাকা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ আমার প্রশ্ন, ও যখন এটাই সিদ্ধান্ত নেবেন ভেবেছিলেন, তখন এত দেরি করলেন কেন ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.