Durgapur municipal Corporation : উৎসবের আগেই দুর্গাপুরে শিশুদের মধ্যে কোভিডের থাবা, জরুরি বৈঠকে পুর কর্তৃপক্ষ

author img

By

Published : Sep 27, 2021, 7:07 PM IST

Durgapur municipal Corporation

দুর্গাপুরে শিশুদের শরীরে করোনার থাবা ৷ জরুরি বৈঠকে পুর কর্তৃপক্ষ ৷

দুর্গাপুর, ২৭ সেপ্টেম্বর : পুজোর আগে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ ৷ থাবা বসাচ্ছে শিশুদের শরীরে । দুর্গাপুর মহকুমা হাসপাতালে 3 শিশু কোভিডে আক্রান্ত হয়ে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন । এছাড়াও 6০ জনের মত শিশু জ্বর, কাশি-সহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এই হাসপাতালে । তাদেরও কোভিড পরীক্ষা করানো হচ্ছে । আর এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরের ।

দুর্গাপুর মহকুমার কোকওভেন থানা এলাকা, মায়াবাজার, দুর্গাপুর ইস্পাত নগরীর শিবাজি রোড, কৃত্তিবাস-সহ বেশকিছু এলাকায় করোনা আক্রান্তের খোঁজ মিলেছে । স্বাস্থ্য দফতর এই বিষয়টি নিয়ে চিন্তিত । সামনেই উৎসবের মরসুম । পুজোর বাজারে বাড়ছে ভিড় । তাই কোভিডের সংক্রমণ ঠেকাতে দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক ভবনে সোমবার করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হয় । বৈঠকে জেলা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কেকা মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার ময়ূরী বসু , মেয়র পারিষদ সদস্য (স্বাস্থ্য) রাখি তিওয়ারি-সহ বণিকসভা, পুলিশ, দুর্গাপুর ইস্পাত কারখানার প্রতিনিধি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন : Icore Chit Fund Case : আইকোর মামলায় মদনকে জেরা সিবিআইয়ের

বৈঠকে বেশকিছু বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ঠিক হয়েছে, বাজারে বেরোলে মাস্ক পরতেই হবে, বাচ্চাদের কোলে নেওয়ার আগে ভাল করে হাত ধুয়ে নিতে হবে। বহুতল আবাসনে উঠতে লিফটের ব্যাবহার যতটা সম্ভব এড়াতে হবে । ঠিক হয়েছে, করোনা বিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা তা নজরে রাখতে প্রত্যেক বাজারে অভিযান চালানো হবে । মাস্ক না পরলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে । তবে কনটেনমেন্ট জোন নিয়ে এখন তেমন কিছু ভাবা না হলেও আক্রান্তের সংখ্যা বাড়লে সে বিষয়ে ভাবা হবে বলে এদিনের বৈঠকে ঠিক হয়েছে । পুজোর আগে সকলকে সচেতন থাকার কথা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.