নববর্ষের প্রচারে এবার রবীন্দ্র নৃত্যে নজর কাড়লেন সায়নী

author img

By

Published : Apr 15, 2021, 2:13 PM IST

Updated : Apr 15, 2021, 4:05 PM IST

নববর্ষের প্রচারে সায়নীর নৃত্য পরিবেশন ৷

নববর্ষের সকালে প্রচারে বেরিয়ে রবীন্দ্র সংগীতের ছন্দে নেচে ফের নজর কাড়লেন সায়নী ঘোষ ৷ এর আগেও প্রচারে বেরিয়ে বিভিন্ন ভাবে খবরে থেকেছেন সায়নী ৷ এবার রবীন্দ্র সংগীতের তালে এক খুদে শিল্পীর সঙ্গে নৃ্ত্য পরিবেশন করে ফের খবরে আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী ৷

আসানসোল, 15 এপ্রিল : প্রচারে বেরিয়ে ফের খবরে সায়নী ঘোষ ৷ নববর্ষের সকালে প্রচারে বেরিয়ে রবীন্দ্র সংগীতের ছন্দে নাচলেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী ৷ খুদে শিল্পীর সঙ্গে নাচলেন "ওরে গৃহবাসী"-এর তালে ৷ বৈশাখের শুরুতে আসানসোলবাসী পেলেন বসন্তের ছোঁয়া ৷ বৃহস্পতিবার সকালে তৃণমূল ছাত্র পরিষদের তরফে সায়নীর সমর্থনে প্রচারের আয়োজন করা হয় ৷ এদিন বিসি কলেজ এবং বিধানপল্লীতে প্রভাতফেরি করা হয় ৷

প্রচার চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী বললেন, "শুভ নববর্ষ ৷ শান্তির বার্তা দেব ৷ সম্প্রীতির বার্তা দেব ৷ বাংলাকে বাংলা রাখার বার্তা দেব ৷ আজ সকালে ছাত্র পরিষদের সঙ্গে খুব সুন্দর অনুষ্ঠান হল ৷ নতুন যৌবনের দূত এরা প্রত্যেকে ৷ আমি দিদির দূত ৷ আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব বাংলাকে ৷" সকলের সুস্থতা কামনার পাশাপাশি কোভিড পরিস্থিতিতে বিধি-নিষেধ মেনে চলার কথাও মনে করিয়ে দিলেন প্রার্থী ৷

আসানসোলে নববর্ষের প্রচারে নৃত্য পরিবেশন করে নজর কাড়লেন সায়নী ঘোষ ৷

এদিন প্রভাতফেরির আগে ছিল সংকীর্তনের দল। নববর্ষের সকালে মেয়েরা শাড়ি ও ছেলেরা পাঞ্জাবি পরে প্রচারে অংশ নেয় । ছিল প্রচারের ফাঁকে ফাঁকে বিচিত্রানুষ্ঠান । আর সেই অনুষ্ঠানেই এক খুদে নৃত্যশিল্পীর সঙ্গেই নৃত্য পরিবেশন করেন সায়নী । কার্যত সবাইকেই চমকে দেন তিনি । এছাড়াও ফুটপাথের শিশুদের মালা পরিয়ে দেন সায়নী । নববর্ষের বার্তা দিতে গিয়ে সায়নী বলেন, "বাংলায় শান্তি থাক, সম্প্রীতি থাক, বাংলা বাংলাতেই থাক।" এদিন নিজে মাস্ক পরে জনসাধারণের উদ্দেশেও বার্তা দেন সায়নী, "কোভিড প্রোটোকল মেনে চলুন।"

Last Updated :Apr 15, 2021, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.