নেহরুর পর মোদি, 66 বছর পর নিঘা বিমানঘাঁটিতে পা পড়বে প্রধানমন্ত্রীর

author img

By

Published : Apr 14, 2021, 11:00 PM IST

modi

স্বাধীনতার পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পা পড়েছিল নিঘা বিমানঘাঁটিতে ৷ দিনটি ছিল 1955 সালের 17 ডিসেম্বর ।

জামুড়িয়া, 14 এপ্রিল : আগামী 17 এপ্রিল, শনিবার জামুড়িয়ার নিঘা এলাকায় পরিত্যক্ত বিমানঘাঁটির মাঠে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 66 বছর পর দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই ইতিহাস বিজড়িত বিমানঘাঁটিতে পা রাখবেন মোদি ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল নিঘা বিমানঘাঁটি ৷

1941 সালে আসানসোলের জিটি রোডের পাশে অবস্থিত এই বিমানঘাঁটি তৈরি করা হয় ৷ ইংল্যান্ড এয়ার ফোর্স এই সামরিক বিমানবন্দর তৈরি করেছিল ৷ 1942 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই বিমান বন্দরটি ব্যবহার করা হত যুদ্ধ বিমান ওঠা নামার জন্য । পরবর্তীকালে ইসকো কারখানার কর্ণধার স্যার বীরেন মুখোপাধ্যায়ের বিমান ওঠানামা করত এই নিঘা বিমানঘাঁটিতে । পরে কালাঝরিয়াতে ইসকো নিজস্ব বিমানবন্দর তৈরি করে নেয় ৷ ফলে দীর্ঘদিনের অব্যবহারের জন্য নষ্ট হয়ে যায় ঐতিহাসিক এই বিমানবন্দরটি ।

চলছে মঞ্চ তৈরির কাজ
চলছে মঞ্চ তৈরির কাজ

আরও পড়ুন : "মোদি বৃহন্নলার দল পাঠিয়েছে", আক্রমণ তৃণমূলের

তবে স্বাধীনতার পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পা পড়েছিল নিঘা বিমানঘাঁটিতে ৷ দিনটি ছিল 1955 সালের 17 ডিসেম্বর । ইতিহাস ঘাঁটলে জানা যায়, সেদিন সোভিয়েত রাশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নিকোলাই আলেক্সান্দ্রোভিচ বুলগানিন, তৎকালীন সোভিয়েত কমিউনিস্ট পার্টির সম্পাদক নিকিতা ক্রুশ্চেভকে সঙ্গে নিয়ে এই বিমানবন্দরে নেমেছিলেন নেহেরু ৷ সেখান থেকে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা পরিদর্শন করতে যান ।

66 বছর পর নিঘা বিমানঘাঁটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী

প্রায় 66 বছর পর ভারতের দ্বিতীয় কোনও প্রধানমন্ত্রী এই নিঘা বিমানঘাঁটিতে পদার্পণ করবেন । তাই শনিবাসরীয় নরেন্দ্র মোদির জনসভা কার্যত ঐতিহাসিক জনসভা হিসেবেই চিহ্নিত হবে । রাজনীতির বাইরে এই জনসভাকে তাই অন্য দৃষ্টিতে দেখছেন আসানসোলবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.