Anubrata Mondal: মিঠুনের সভাস্থলেই পালটা সভা করতে হবে, অনুগামীদের কড়া নির্দেশ কেষ্টর

author img

By

Published : Nov 25, 2022, 6:25 PM IST

Anubrata Mondal directs followers to arrange rallies at those places where Mithun Chakraborty will hold campaign

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সুকান্ত মজুমদাররা (Sukanta Majumdar) যেসমস্ত জায়গায় পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে সভা করবেন, সেই সব জায়গাতেই পালটা তৃণমূলের সভা (TMC Rally) করতে হবে ৷ আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতের (Special CBI Court) বাইরে অনুগামীদের এই নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷

আসানসোল, 25 নভেম্বর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে যেখানে যেখানে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সুকান্ত মজুমদাররা (Sukanta Majumdar) সভা করবেন, সেখানেই পালটা সভা করতে হবে তৃণমূল কংগ্রেসকে (TMC Rally) ৷ আদালতের শুনানির দিন সংশোধনাগারের বাইরে এসে এমনটাই নির্দেশ দিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন তাঁর 'ডেপুটি' মলয় মুখোপাধ্য়ায় ৷

বৃহস্পতিবার আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) গরুপাচার (WB Cattle Smuggling Scam) মামলার ফের শুনানি ছিল ৷ প্রতিবারের মতো এদিনও আদালতের বাইরে অপেক্ষা করছিলেন বীরভূমের তৃণমূল নেতা ও কর্মীরা ৷ শুনানি শেষ হতেই 'কেষ্টদা'কে দেখে তাঁর দিকে এগিয়ে যান তাঁরা ৷ কেউ আবার তাঁকে প্রণাম করেন ৷ কয়েকজন অনুব্রতর জন্য তারাপীঠের প্রসাদও এনেছিলেন ৷ কিন্তু, এসব দেখে খুশি হওয়ার বদলে বিরক্ত হন কেষ্ট ৷ বলেন, "এত মিষ্টি আনিস কেন ? তোরা খেয়ে নিবি যাওয়ার পথে ৷" এরপর প্রসাদী ফুলটুকু নিয়ে মিষ্টির প্যাকেট ফিরিয়ে দেন অনুব্রত ৷

আরও পড়ুন: সংশোধনাগারে বজরংবলী স্মরণে অনুব্রত ! ফুল-মিষ্টি পৌঁছল এজলাসে

এসবের মধ্য়েই এদিন আদালত কক্ষের বাইরে বীরভূমের দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে নেন অনুব্রত মণ্ডল ৷ সেখানে উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়-সহ অন্যরা ৷ এই সময় এক পুলিশকর্মী অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে যাওয়ার জন্য গাড়িতে উঠতে তাড়া লাগাতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বীরভূমের বাহুবলী নেতা তাঁকে বলেন, "দেখছেন না? কথা বলছি !"

সামনেই পঞ্চায়েত ভোট ৷ অথচ তিনি জেলে ৷ এমনকী, ভোটের মরশুমে তাঁকে দিল্লিও নিয়ে যাওয়া হতে পারে ৷ এমন প্রেক্ষাপটে বীরভূমের তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে অনুব্রত বলেন, "সবাইকে একসঙ্গে থাকতে হবে ৷ দলের মধ্যে যেন কেউ কারও বিরোধিতা না-করে ৷" একইসঙ্গে, অনুব্রতর কড়া নির্দেশ, "মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার-সহ বিজেপি-এর নেতারা যেখানে যেখানে সভা করবেন, প্রত্যেকটা জায়গায় তার পালটা সভা করতে হবে ৷" দলীয় নেতৃত্বকে এই নির্দেশ দিয়েই পুলিশের গাড়িতে গিয়ে ওঠেন অনুব্রত ৷ তাঁকে নিয়ে সেই গাড়ি রওনা দেয় আসানসোল বিশেষ সংশোধনাগারের (Asansol Special Correctional Home) পথে ৷

কেষ্টর নির্দেশ !

পরে আদালত থেকে বেরিয়ে তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় বলেন, "আমরা ওঁর সঙ্গে দেখা করেছি ৷ তিনি আমাদের বলেছেন, সকলকে একসঙ্গে থাকতে হবে ৷ এখন তিনি বীরভূমে নেই ৷ আর সেই সুযোগে মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদারের মতো নেতারা এসে বীরভূমে সভা করছেন ৷ আমরাও সেইসব সভার পালটা সভা করব ৷ তিনি এমনই নির্দেশ দিয়েছেন ৷"

প্রসঙ্গত, এদিন আদালত চত্বরে বীরভূম থেকে আসা প্রচুর মানুষজনের ভিড় ছিল ৷ অনুব্রত মণ্ডল আদালত কক্ষ থেকে বেরোতেই তাঁরা সকলে চিৎকার করে ওঠেন , "দাদা আমরা এসেছি !" অনুব্রত এর কোনও জবাব দেননি ৷ শুধু অনুগামীদের দিকে তাকিয়ে হাত নাড়েন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.