Jyotirmay Singh Mahato: তৃণমূল ও মাওবাদীর কার্যকলাপ এক, কেন এমন বললেন বিজেপি সাংসদ

Jyotirmay Singh Mahato: তৃণমূল ও মাওবাদীর কার্যকলাপ এক, কেন এমন বললেন বিজেপি সাংসদ
দলের কার্যকারিণী বৈঠকে যোগ দিয়ে মাওবাদীর সঙ্গে তৃণমূলের তুলনা করলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (BJP MP Jyotirmay Singh Mahato) ৷
দুর্গাপুর, 20 জানুয়ারি: "তৃণমল মাওবাদীকে এনেছে ৷ তৃণমূল এবং মাওবাদীর কার্যকলাপ এক ।" শুক্রবার বিকেলে দুর্গাপুরের কার্যকারিণী বৈঠকে যোগ দিয়ে সরব হলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato at Durgapur)। এদিন তিনি বলেন, "পুরুলিয়ায় কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প আটকে দিয়েছে রাজ্য সরকার । এছাড়াও পুরুলিয়ায় পঞ্চায়েত ভোটের আগে বিজেপির 6 কার্যকর্তাকে খুন এবং সারা রাজ্য জুড়ে বিজেপির 250 কার্যকর্তাকে খুন করেছে তৃণমূল । আর এই কাজই আগে করত মাওবাদীরা ।"
তবে সামনের পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রভাব দেখালে জবাব দিতে প্রস্তুত বিজেপি ৷ শুধু পুরুলিয়াই নয় সারা রাজ্য জুড়ে প্রস্তুত থাকবে বিজেপি । আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নেতা-কর্মীরা যদি চোখ রাঙান তাহলে আমরাও তৈরি বলে হুঙ্কার দিলেন পুরুলিয়ার এই বিজেপি সাংসদ । ঝালদা পৌরসভা চেয়ারম্যান পদের বিতর্ক নিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "ঝালদাতে বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস একই সঙ্গে লড়াই করেছে । আগামী দিনে পুরুলিয়ার মানুষ এর জবাব দেবে । আসন্ন নির্বাচনে আমরা এই রাজ্যের অধিকাংশ পঞ্চায়েত দখল করব ৷ এর আগে পঞ্চায়েত দখল করেছিল গুন্ডা ও পুলিশকে কাজে লাগিয়ে । এবার কিন্তু অন্যভাবে লড়াই হবে ।"
একসময় পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর জেলার জঙ্গলমহল জুড়ে মাওবাদীদের আধিপত্য ছিল । 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মাওবাদীদের আধিপত্য বিস্তার শেষ হয়ে যায় জঙ্গলমহল থেকে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'জঙ্গলমহল হাসছে' বলে দাবি করেছিলেন । কিন্তু এদিন দলীয় সভায় এসে তৃণমূলের সঙ্গে মাওবাদীদের কার্যকলাপের যোগ প্রসঙ্গে একাধিক কথা বলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ৷ পুরুলিয়ার সমস্ত পঞ্চায়েতগুলিতে এবার গেরুয়া শিবিরের একাধিপত্য দেখা যাবে এবং তার জন্য শাসকদলের গুন্ডামির প্রতিরোধ করতে প্রস্তুত ভারতীয় জনতা পার্টির সকল সদস্যরা তাও এদিন জানান সাংসদ ৷
আরও পড়ুন : ঝাড়গ্রামে মাওবাদী পোস্টারে বনধের ডাক, স্থানীয় দুষ্কৃতীদের কাজ বলে দাবি পুলিশের
