Durga Puja 2022: কাগজের দুর্গা তৈরি দুর্গাপুরের নবম শ্রেণির ছাত্রের

author img

By

Published : Sep 28, 2022, 9:19 PM IST

Ninth class student made Durga idol with paper in Durgapur

ছোট বয়স থেতেই শখ দুর্গা প্রতিমা গড়ার (Durga idol) ৷ এবার তাই 50 টাকা ব্যয়ে কাগজের দুর্গা বানিয়ে ফেলল এক স্কুল ছাত্র (Ninth class student) ৷ সেটাকে পুজোও করবে সে ৷

দুর্গাপুর, 28 সেপ্টেম্বর: মাত্র 50 টাকা ব্যয়ে কাগজের দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিল নবম শ্রেণির ছাত্র । মধ্যবিত্ত পরিবারের ছেলে দীর্ঘদিনের ইচ্ছে বিভিন্ন রকমের ঠাকুর বানানোর । সেই ইচ্ছাই পূরণ করেছে সে ৷ মাটির ঠাকুর বানাতেও পারদর্শী দুর্গাপুরের (Durgapur) 33 নম্বর ওয়ার্ডের ফরিদপুরের বাসিন্দা রূপম মুখোপাধ্যায় (Ninth class student made Durga idol) ।

মাটির ঠাকুর বিসর্জন হয়ে যায় ৷ তাই এবার দেবী দুর্গাকে আলাদা রূপ দেওয়ার ভাবনা নিয়েছিল রূপম । সেই অনুযায়ী কাগজের মধ্যে দেবী দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর, সিংহ তৈরি করেছে সে । 10 দিন সময় লেগেছিল তার এগুলো তৈরি করতে । মাত্র 50 টাকা খরচে সব তৈরি করেছে সে । বয়সে ছোট হলেও রূপম হাতের কাজে হার মানাচ্ছে বড়দের ৷

অভিনব ভাবনায় এই কিশোরের দক্ষতাকে কুর্নিশ জানাচ্ছে দুর্গাপুরের মানুষ । ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে রূপমের । আরও বৃহৎ মাপের দুর্গা প্রতিমা বানানোর পরিকল্পনা রয়েছে তার ।

রূপম বলে, "আমার ছোটবেলা থেকেই ঠাকুর বানাতে ভালো লাগে ৷ আগে মাটির ঠাকুর বানাতাম ৷ কিন্তু মাটির ঠাকুর বিসর্জন করে দেওয়া হয় ৷ ওই জন্য আমি ভাবলাম নতুনত্বভাবে কিছু বানাই ৷ কাগজ দিয়ে কাঠবোর্ডে লাগিয়ে তারপর দুর্গা মূর্তিটি আমি বানিয়েছি, যাতে ঘরে রাখতে পারি ৷ এটা বানাতে আমার 10দিন সময় লেগেছে ৷ এই মূর্তিটিকে পুজো করব ৷"

50 টাকা ব্যয়ে কাগজের দুর্গা বানিয়ে ফেলল এক স্কুল ছাত্র

আরও পড়ুন: সখ কাদামাটির পুতুল বানানো, এবার দুর্গা প্রতিমাই বানিয়ে ফেলল ছোট্ট পুরন্ধর

উল্লেখ্য, ইউটিউব দেখে দুর্গা প্রতিমা বানানো শেখে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র পুরন্ধর মল্লিক (Durga Puja 2022) ৷ প্রথমে ছোট ছোট পুতুল ও অন্যান্য মূর্তি গড়ার পর দুর্গাপ্রতিমা গড়ার সাধ হয় পুরন্ধরের । এরপরই খুদে হাতে শুরু হয় দেবী দুর্গার প্রতিমা নির্মাণ । পঞ্চম শ্রেণিতে থাকাকালীন প্রথমবার বড় আকারের প্রতিমা গড়ে পুরন্ধর । এ বছরও দুর্গা প্রতিমা গড়েছে সে ।

আরও পড়ুন: ভিনজেলায় পাড়ি দিচ্ছে জলপাইগুড়ির মিনি দুর্গা, দেড় ফুট বাই দু'ফুটে সপরিবারে বিরাজমান উমা

এছাড়াও 12 ইঞ্চির দুর্গা বানিয়ে তাক লাগিয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের রাখালদেবী গ্রামের পেশায় পুরোহিত দেবাাশিস ঝা ৷ এই মিনি দুর্গা এখন পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে । তিনি দীর্ঘদিন ধরেই এই মিনি দুর্গা বানিয়ে আসছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.