Tripura Municipal Election 2021 : অশান্তির আবহে আজ ত্রিপুরায় পৌরভোট

author img

By

Published : Nov 25, 2021, 7:26 AM IST

Tripura Municipal Election 2021

বেশ কয়েকদিন ধরেই ত্রিপুরা নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে ৷ হামলা, গ্রেফতারি, বাকবিতণ্ডা প্রভৃতিতে জড়িয়েছে বাংলা ও ত্রিপুরার শাসকদল (Tripura Municipal Election News) ৷ তবে শেষ হাসি কে হাসবে, রবিবারই তা স্পষ্ট হয়ে যাবে ৷

আগরতলা, 25 নভেম্বর : সাম্প্রতিক সময়ে একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ, গ্রেফতারির ঘটনায় উত্তপ্ত হয়েছে ত্রিপুরা ৷ সেই আবহেই আজ ত্রিপুরায় শুরু পৌর নির্বাচন ৷ আজ আগরতলা পৌরনিগম (Agartala Municipal Corporation) ছাড়াও রাজ্যের আরও 13টি পৌরসভায় ভোট (Tripura Municipal Election 2021) ৷ আগরতলা পৌরনিগমে সব মিলিয়ে আসন রয়েছে মোট 334টি ৷ কিন্তু, তার মধ্যে 112টি আসনে কোনও লড়াই হয়নি ৷ সেগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা ৷ পাশাপাশি, 19টি নগর পঞ্চায়েতেও কোনও ভোটাভুটিতে যেতে হয়নি গেরুয়া শিবিরকে ৷ তবে বাদবাকি আসনগুলিতে ত্রিমুখী লড়াই হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের পর আজ ত্রিপুরায় পৌরভোটে ফের মুখোমুখি তৃণমূল-বিজেপি (TMC versus bjp in Tripura) ৷ দীর্ঘদিনের বাম শাসন হঠিয়ে ত্রিপুরায় পদ্ম ফুটিয়েছিল গেরুয়া শিবির ৷ আর এবার তাদের চ্যালেঞ্জ দিতে হাজির তৃণমূল-কংগ্রেস ৷ আজ ত্রিপুরায় পৌর নির্বাচন (Tripura Municipal Election News) ৷ সেই ভোটে অংশ নিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদলও ৷ আর তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি ৷

আরও পড়ুন : Mamata informs Modi about Tripura Violence : ত্রিপুরায় হিংসার বিষয় মোদিকে জানালেন মমতা

আগরতলা পৌরনিগমে সব মিলিয়ে আজ মোট 222টি আসনে ভোট শুরু হয়েছে ৷ সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ চলবে বিকেল 4টে পর্যন্ত ৷ লড়ছেন 785 জন প্রার্থী ৷ আরও 36 জন প্রার্থীর যুদ্ধে নামার কথা থাকলেও তাঁরা ইতিমধ্যেই তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ৷ এঁদের মধ্যে 15 জন সিপিএম, চারজন তৃণমূল কংগ্রেস, আটজন কংগ্রেস, দু’জন ফরওয়ার্ড ব্লক এবং সাতজন নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ এবারের পৌর নির্বাচনে ভোট দেবেন 5 লাখ 94 হাজার 772 জন ভোটার ৷ শহরাঞ্চলে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যা অনেকটাই বেশি বলে জানা গিয়েছে ৷ তবে শেষ হাসি কে হাসে সেটা দেখতে অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.