Sukanta Slams Mamata: কৃষ্ণনগরে সিএএ প্রসঙ্গে মমতার বক্তব্যকে কটাক্ষ সুকান্তর

author img

By

Published : Nov 9, 2022, 10:20 PM IST

Sukanta Slams Mamata

"মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকেই চাইছেন ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে সরিয়ে নিয়ে যেতে। কিন্তু আমরা তা হতে দেব না।" এবার সিএএ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee Specch on CAA) পালটা আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (President of BJP WB)।

শান্তিপুর, 9 নভেম্বর: বুধবার নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )বলেন, আমি বেঁচে থাকতে সিএএ হতে দেব না। আমার রাজ্যে সকলেই নাগরিক। বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে ভোট রাজনীতি করে । এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

এদিন তিনি শান্তিপুরের রাস উৎসব দর্শন করতে আসেন। দলীয় কর্মীদের (BJP Workers) সঙ্গে নিয়ে একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বাংলাকে ভারতবর্ষের বাইরে নিয়ে যেতে চাইছেন।" পাশাপাশি তিনি অনুব্রত প্রসঙ্গে নাম না-করে বলেন, "মুখ্যমন্ত্রীর আদরের ভাই যাঁর মাথায় অক্সিজেন কম ঢোকে তাঁর মেয়ে চারবার লটারিতে কোটি টাকা জিতেছেন।" এর পাশাপাশি তিনি বলেন, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে তা ফেভিকুইক দিয়েও জোড়া যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরের কথা ৷"

সিএএ প্রসঙ্গে মমতার বক্তব্যকে কটাক্ষ সুকান্তর

প্রাক্তন শিক্ষামন্ত্রী পর্ষদ সভাপতি-সহ একাধিক তৃণমূল নেতারা জেলে রয়েছেন, সেই প্রসঙ্গ তুলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। রাজ্যসভা এবং লোকসভায় ইতিমধ্যে সিএএ পঞ্চায়েত পাশ হয়ে গিয়েছে। তাই সিএএ নীতি প্রয়োগ হবে আর তা অনিবার্য (Sukanta Slams Mamata)।

আরও পড়ুন: 'দলে থেকে ঝগড়া করলে সম্পর্ক রাখব না !' কোন্দল মেটাতে বার্তা মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.