Poster Controversy : রামনগর পঞ্চায়েতে আজব পোস্টার ঘিরে বিতর্ক

author img

By

Published : Sep 15, 2021, 9:45 PM IST

Poster Controversy

স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের পোশাক বিতর্কে এক সময় সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি ৷ এবার পঞ্চায়েতে পোশাক বিতর্কে শুরু শাসক-বিরোধী তরজা ৷ রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে হাফপ্যান্ট পড়ে প্রবেশ নিষেধ নোটিশ ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক ৷

রামনগর, 15 সেপ্টেম্বর: 'হাফপ্যান্ট পড়ে প্রবেশ নিষেধ' পঞ্চায়েত অফিসের গেটের বাইরে এ হেন নোটিশ ঘিরে দেখা দিয়েছে বিতর্ক ৷ শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ সাত সকালে এই নোটিশ দেখে কার্যত অবাক এলাকার বাসিন্দা-সহ পঞ্চায়েতের কর্মীরাও। বিজেপি-র দাবি রাজ্যে তালিবানি শাসন কায়েক করতে চাইছে শাসক দল ৷ তবে বিরোধীদের মতকে গুরুত্ব দিতে রাজি নন পঞ্চায়েত প্রধান।

ঘটনাটি ঘটেছে, নদিয়ার রানাঘাট মহকুমার রামনগর ২ গ্রাম পঞ্চায়েতের অফিসে। বুধবার সকালে এই নোটিশ দেখে হকচকিয়ে যান সকলেই। পোশাকে কী যায় আসে, এই প্রশ্নও ওঠতে শুরু করেছে ৷ যদিও পঞ্চায়েত প্রধান সুজিত জোয়ারদার দাবি, দুয়ারে সরকার প্রকল্প ঘিরে গত একমাস যাবত বহু মানুষের আনাগোনা পঞ্চায়েত চত্বরে। এই সময় পোশাকের প্রতি দৃষ্টি না-দিয়ে অনেকেই অশালীন পোশাক পরে আসছেন বলে অভিযোগ। বিশেষত হাফ প্যান্ট বা বারমুডা পরার আধিক্য বেড়েছে। যেগুলি বেশ দৃষ্টিকটু এবং অভদ্র পোশাক বলেই মনে হয়েছে কর্তৃপক্ষের। বেশ কিছু মহিলাদের তরফে অভিযোগের ভিত্তি এই নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান পঞ্চায়েত প্রধান ৷

রামনগর পঞ্চায়েতে আজব পোস্টার ঘিরে বিতর্ক

আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে না-পারায় তৃণমূলের ক্ষতি হয়েছিল, মন্তব্য কল্যাণের

এই বিষয়ে বাসিন্দা ও উপভোক্তারা অবশ্য মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ কেউ বলছেন এই নিয়ম মোটেও ভাল নয়। কে কী পোশাক পরবেন, তা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া হাফ প্যান্ট মোটেও কোনো অশালীন পোশাক নয়। দৈনন্দিন কাজ করার সময় হাফ প্যান্ট পরে থাকেন তারা ৷ এমনকি ভিন রাজ্যে কাজে গেলেও সেই হাফ প্যান্ট সঙ্গী হয়। রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে পঞ্চায়েতের এই সিদ্ধান্তকে ঘিরে। বিজেপি কর্মীরা বলছেন, তৃণমুল পরিচালিত পঞ্চায়েতে ওদের দলের কর্মীরাই এই ধরনের বিশ্রী পোশাক পরেন তাই এই নিয়ম। বিজেপি কর্মীরা আরও বলেন তালিবানি ফতোয়া জারি করেছে রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। হাফপ্যান্ট পড়ে প্রবেশ নিষেধের নোটিশ ঘিরে রাজনৈতিক বিতর্ক থাকলেও এই নিয়ম আদ্যও গ্রামবাসী মানবেন কি না, তা সময়ই বলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.