Post Lockdown Life: লকডাউনে স্কুলছুট, মিষ্টি ফেরি করে সংসারের হাল ধরেছে সাগর

author img

By

Published : Oct 22, 2021, 9:44 PM IST

Pandemic has made Sagar not wanting to return to school but earn for family

কৈশোর হারানোর কোনও খেদও নেই সাগরের চোখেমুখে ৷ কারণ তার বয়সে ছোট ভাইটিকেও রোজগারের তাগিদে কেরল চলে যেতে হয়েছে ৷ তাই বাবার পাশে থেকে সংসারের জন্য কিছু করতে পারাটা তার কাছে সামান্যই ৷ ভাইয়ের কষ্ট আরও বেশি বলে মনে করে সে ৷

রানাঘাট, 22 অক্টোবর: লেখাপড়ার পাট চুকেছে লকডাউনে । এখন সে স্কুলছুটের দলে । তবে অভাবের তাড়না এই দু’বছরেই মনের বাড়িয়ে দিয়েছে বছর আঠেরোর সাগর ঘোষের ৷ পুজো-পার্বণ মিটলে স্কুল যদিও বা খোলে, সেখানে ফেরার কোনও ইচ্ছা তার নেই ৷ বরং দু’পয়সা রোজগার করে বাড়িতে পাঠানোই এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ৷

আদতে মুর্শিদাবাদের বাসিন্দা সাগর ৷ তার বাবা পরেশ ঘোষ চাষাবাদ করেই সংসার চালাতেন ৷ কিন্তু লকডাউনে চাষ মাথায় উঠেছে ৷ নিজের তো বটেই, স্ত্রী, ছেলেমেয়েদের পেটের জোগান দিতে শহরে এসে ভিড়েছেন তিনি ৷ ফিরে গিয়েছেন পরিবারের আদি পেশা, মিষ্টি তৈরির কারিগরিতে ৷

লকডাউনে স্কুলছুট, মিষ্টি ফেরি করে সংসারের হাল ধরেছে সাগর

আরও পড়ুন: Child Death: তোর্সা নদীতে ভেসে যাওয়া 2 শিশুকন‍্যার দেহ উদ্ধার

এই মুহূর্তে রানাঘাট কোর্ট বাসস্ট্যান্ডের কাছে মাথা গোঁজার একটা জায়গা খুঁজে নিয়েছেন পরেশ ৷ সেখানেই ঘরের এক কোণে ঘি, রসগোল্লা, ছানার জিলিপি, কালোজাম, ল্যাংচা তৈরি করেন ৷ রাত জেগে সব তৈরি করেন তিনি ৷ তার পর সকাল হতে ড্রামে ভরে, সাজিয়ে ছেলের সাইকেলে ঝুলিয়ে দেন ৷ যা বিক্রি হয়, সেই টাকায় আবার পরের দিনের প্রস্তুতি ৷

তবে সংসারের হাল ধরতে গিয়ে কৈশোর হারিয়ে গিয়েছে সাগরের ৷ রোগা শরীরে প্রতিদিন রানাঘাট থেকে সাইকেলে চেপেই সোদপুর, আগরপাড়া, বেলঘরিয়া, রথতলা, ডানলপে মিষ্টি ফেরি কের বেড়ায় সে । দিনে কত কিলোমিটার সাইকেল চালায়, তা এখনও ঠিক হিসেব করে উঠতে পারে না সাগর । তবে দিনে ছ’ঘণ্টা সাইকেল চালিয়ে কেটে যায় বলে জানিয়েছে সে ।

আরও পড়ুন: Children drown in Torsa : তোর্সায় তলিয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা

এ ভাবে ঘুরে ঘুরে মিষ্টি ফেরি করে দিনে কয়েকশো টাকা রোজগার যদিও হয়, তবে রোদে-তাপে কিশোর সাগরের মনের বয়স যেন হঠাৎই বেড়ে গিয়েছে । তার আড়ালে সদ্য গজানো গোঁফের রেখা ঢাকা পড়ে গিয়েছে । তাই স্কুলে আর ফিরতে চায় না সাগর । তার সাফ যুক্তি, ‘‘পড়াশোনা করে আর কী হবে ! নিজের পায়ে দাঁড়াতে হবে আগে ৷ রোজগার করতে হবে ৷’’

তবে কৈশোর হারানোর কোনও খেদও নেই সাগরের চোখেমুখে ৷ কারণ তার বয়সে ছোট ভাইটিকেও রোজগারের তাগিদে কেরল চলে যেতে হয়েছে ৷ তাই বাবার পাশে থেকে সংসারের জন্য কিছু করতে পারাটা তার কাছে সামান্যই ৷ ভাইয়ের কষ্ট আরও বেশি বলে মনে করে সে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.