"পাকিস্তান জিন্দাবাদ" স্লোগান ঘিরে উত্তপ্ত ধুবুলিয়া

author img

By

Published : May 2, 2019, 12:44 AM IST

Updated : May 2, 2019, 7:37 AM IST

পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ঘিরে উত্তপ্ত নদিয়ার ধুবুলিয়া । গোষ্ঠী সংঘর্ষের জেরে জখম হয়েছেন চারজন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

ধুবুলিয়া, 2 মে : গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার ধুবুলিয়া । চলল গুলি, বোমা । গুরুতর জখম চারজন । তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার প্রতিবাদে এক গোষ্ঠী সন্ধ্যা থেকে জাতীয় সড়ক অবরোধ করে । রাত 11টার দিকে অবরোধ উঠলেও পরিস্থিতি থমথমে । এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

ঘটনার সূত্রপাত গতকাল সকাল 11টা নাগাদ । পাড়ার চায়ের দোকানে তর্ক চলছিল দুই দল সমর্থকের । একপক্ষ সমর্থন করছিল তৃণমূল কংগ্রেসকে । তুলে ধরছিল উন্নয়নের খতিয়ান । অন্যপক্ষ BJP ও মোদির উন্নয়নের কথা বলছিল । তর্কাতর্কি চরম পর্যায়ে চলে যায় । শুরু হয় হাতাহাতি । অভিযোগ, এই সময়ে একজন "পাকিস্তান জিন্দাবাদ" স্লোগান দিয়ে ওঠে । রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা । রাজনৈতিক বাকবিতণ্ডা থেকে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয় । বোমা, গুলি নিয়ে দাপাদাপি চলে এলাকায় । গুরুতর জখম হন চারজন ।

খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ । দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা ঠিক ছিল । সন্ধ্যা থেকে একগোষ্ঠী জাতীয় সড়ক অবরোধ শুরু করে । পুলিশ অফিসাররা বারবার কথা বলেও পরিস্থিতি সামাল দিতে পারেননি । পরে রাত 11টা নাগাদ অবরোধ ওঠে । যদিও এলাকা উত্তপ্ত থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ।

Intro:স্থানীয় চায়ের দোকানে বচসা। কেউ তৃণমূল কংগ্রেসের উন্নয়নের খতিয়ান কেউবা বিজেপির উন্নয়নের খতিয়ান তুলে ধরছিল। কেউ বিজেপি সমর্থক কেউবা তৃণমূল কংগ্রেস সমর্থক। তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছায় অবশেষে হাতাহাতিতে পরিণত হয়। নদীয়ার ধুবুলিয়ার ঘটনা।
উল্লেখ্য, নদীয়ার ধুবুলিয়া তে হিন্দুদের পাশাপাশি সংখ্যালঘুদের বসবাস। স্থানীয় চায়ের দোকানে যারা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছিল সূত্রের খবর তারা একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের। এবং যারা বিজেপির উন্নয়নের খতিয়ান তুলে ধরেছিল তারা একাধিক হিন্দু সম্প্রদায়ের। তর্কাতর্কি অবশেষে হাঁতাহাঁতিতে পরিণত হলে অভিযোগ হঠাৎ সেখান থেকে আওয়াজ ওঠে, পাকিস্তান জিন্দাবাদ। এর পরেই বিবাদ অন্য পর্যায়ে পৌঁছে যায়। ধুবুলিয়া তে একছত্র হিন্দুদের বসবাস হলেও, ধুবুলিয়া ভিতরের গ্রামগুলিতে একাধিক সংখ্যালঘুদের বসবাস। যার কারনে রাজনৈতিক দলাদলি কে পিছনে ফেলে অবশেষে প্রায় সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত হতে থাকে। এর পরেই হাতাহাতি অবশেষে গুলি বোমায় পৌঁছে যায়। এখনো পর্যন্ত 4 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ধুবুলিয়া জাতীয় সড়ক অবরোধ করা। সাম্প্রদায়িক দাঙ্গার আজ বুঝতে পেরে প্রশাসন তৎপর হয়ে অবরোধ তুলে দেয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ধুবুলিয়ায়।Body:NADIA DHUBULIAConclusion:
Last Updated :May 2, 2019, 7:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.