Man Kills Father: পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে খুন বাবা, আশঙ্কাজনক মা

author img

By

Published : Nov 18, 2022, 12:26 PM IST

Updated : Nov 18, 2022, 2:42 PM IST

Son Kills Father

ছেলের হাতে খুন বাবা (Son Kills Father in Nadia)। আশঙ্কাজনক মা ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গেদে উত্তরপাড়া এলাকায় ।

নদিয়া, 18 নভেম্বর: পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে খুন হলেন বাবা (Son Kills Father in Nadia)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মা । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গেদে উত্তরপাড়া এলাকায় । এই ঘটনার পরে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত অরবিন্দ বিশ্বাস ।

জানা গিয়েছে, পেশায় দিনমজুর অরবিন্দ বিশ্বাস (Man Kills Father) পারিবারিক বিবাদের জেরে এ দিন বাবা বাসুদেব বিশ্বাস ও মা মিনতি বিশ্বাসকে কোদাল দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন । স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দু'জনকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বাসুদেব বিশ্বাসকে চিকিৎসকরা মৃত বলে জানান ।

মা মিনতি বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগ, অরবিন্দর প্রথম পক্ষের স্ত্রী তারই মেজো ভাইয়ের সঙ্গে পালিয়ে গিয়ে আলাদা জায়গায় সংসার পাতেন । এরপর থেকে মেজো ভাইয়ের সঙ্গে সব রকম সম্পর্ক ত্যাগ করার জন্য বাবা-মায়ের কাছে দাবি জানায় অভিযুক্ত অরবিন্দ বিশ্বাস । কিছুদিন মেজো ছেলের সঙ্গে সম্পর্ক না থাকলেও ইদানিংকালে ফের ছেলের সঙ্গে কথাবার্তা শুরু করেন বিশ্বাস দম্পতি ।

আরও পড়ুন: বাবাকে খুনের অভিযোগে আটক ছেলে

মূলত তারই পরিপ্রেক্ষিতে ইদানিংকালে বাবা-মায়ের সঙ্গে বিবাদের সৃষ্টি হয় ছেলে অরবিন্দের । ইতিমধ্যেই সে দ্বিতীয়বার বিয়েও করে ৷ অরবিন্দ বিশ্বাসের একটি কন্যা সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে । এই বিবাদের জেরেই এ দিন বাবা-মায়ের সঙ্গে ফের বচসায় জড়িয়ে পড়েন অরবিন্দ । সেই সময় ধারালো একটি কুড়োল নিয়ে চড়াও হয় বাবা-মার উপর । ছেলের কুড়োলের আঘাতে গুরুতর আহত হন সস্ত্রীক বাসুদেব বিশ্বাস । পরে মৃত্যু হয় তাঁর । এই ঘটনার পরে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত অরবিন্দ বিশ্বাস । অভিযোগ পেয়ে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ।

Last Updated :Nov 18, 2022, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.