Mamata Banerjee: ভোটার তালিকায় বাদ 12 হাজার ! আধিকারিকদের সজাগ থাকতে বললেন মমতা

author img

By

Published : Nov 10, 2022, 4:11 PM IST

Mamata Banerjee warns officials about Voter List Revision at Ranaghat Administrative Meeting

বৃহস্পতিবার নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat) প্রশাসনিক সভা (Administrative Meeting) থেকে ভোটার তালিকা সংশোধন (Voter List Revision) করা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ কী বললেন তিনি ?

রানাঘাট, 10 নভেম্বর: সদ্য যাদের বয়স 18 হয়েছে, তাঁদের সকলের নাম যাতে ভোটার তালিকায় (Voter List) ওঠে, সংশ্লিষ্ট আধিকারিকদের তা নিশ্চিত করতে বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ একইসঙ্গে, ধর্ম দেখে যাতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ না-দেওয়া হয়, সেকথাও স্মরণ করিয়ে দিলেন মমতা !

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা হয়েছে ৷ বুধবার তার খসড়া প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) ৷ সূত্রের দাবি, ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়েছে ৷ কমিশনের বক্তব্য, 'ভুয়ো' ভোটার ছেঁটে ফেলতেই ভার কমেছে সংশ্লিষ্ট তালিকার ! এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat) প্রশাসনিক সভা (Administrative Meeting) করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখান তাঁকে বলতে শোনা যায়, "সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী ভোটারদের একাংশকে ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার চক্রান্ত করা হচ্ছে ৷ প্রায় 30 শতাংশ ভোটারের নাম মুছে ফেলা হচ্ছে !"

আরও পড়ুন: রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল কমিশন

এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্দেশে মমতার বার্তা, "নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে যাতে সকলের নাম ভোটার তালিকায় তোলা হয়, আধিকারিকদের আমি তা নিশ্চিত করার অনুরোধ করছি ৷ যাঁদের বয়স 18 বছর হয়েছে, তাঁদের সকলকেই যেন ভোটার তালিকার আওতায় আনা হয় ৷ এবং কখনই ধর্মের নিরিখে কারও নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে ৷"

এরপরই মমতা সভায় উপস্থিত জেলাশাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দেন, তাঁরা যেন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার উপর সর্বদা কড়া নজর রাখেন ৷ যাতে তালিকা সংশোধনের নামে কোনও 'ভুল কাজ' করা সম্ভব না হয় ৷ মমতার কথায়, "যেখানে ভোটার তালিকা তৈরি করা হবে, সেইসব শিবিরে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সারপ্রাইজ ভিজিট করতে হবে ৷ বিধায়ক এবং জেলা পরিষদের সদস্যরাও এদিকে কড়া নজর রাখবেন ৷" প্রসঙ্গত, নির্বাচন কমিশন বুধবার রাজ্যের ভোটার তালিকার যে খসড়া প্রকাশ করেছে, সেই অনুসারে পশ্চিমবঙ্গে মোট ভোটদাতা রয়েছেন 7 কোটি 42 লক্ষ 88 হাজার 223 জন ৷ সংখ্যাটা গত বছরের তুলনায় 12 হাজার 577 জন কম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.