Mamata Banerjee: রাস উৎসব দেখতে শান্তিপুরে মমতা

author img

By

Published : Nov 9, 2022, 10:10 PM IST

Mamata Banerjee visits Rash Utsav at Santipur in Nadia

ঐতিহ্যবাহী রাস উৎসব দেখতে শান্তিপুরের মাটিতে পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । এই প্রথম রাস উৎসবে এলাম, বললেন তৃণমূল নেত্রী ৷

শান্তিপুর, 9 নভেম্বর: বুধবার নদিয়ার কৃষ্ণনগরে একটি জনসভা সেরে শান্তিপুরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে প্রবেশ করে বিগ্রহ দর্শন করেন তিনি । নিজের হাতেই শ্যামসুন্দর জিউকে আরতি করেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি ফলের ডালি দিয়ে নত মস্তকে প্রণাম করেন তিনি । এরপরেই মুখ্যমন্ত্রী শান্তিপুরের আরও এক ঐতিহ্যবাহী জায়গা বড় গোস্বামী বাড়িতে যান ৷ সেখানেও একইভাবে বিগ্রহ দেবতার কাছে পুজো দেন ।

তবে রাস উৎসব (Rash Utsav) দর্শনে মুখ্যমন্ত্রীর আসায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় শান্তিপুরকে । অন্যদিকে, আজ শান্তিপুরের রাস উৎসবের দ্বিতীয় দিন, কিন্তু মমতার নিরাপত্তাজনিত কারণে বহিরাগত দর্শনার্থীরা প্রবেশ করতে পারিনি সেখানে ৷ শান্তিপুরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে নো-এন্ট্রি জোন করে দেওয়া হয় প্রশাসনের তরফে ।

মুখ্যমন্ত্রীর এদিন বলেন, "আমি এই সময় নদিয়া জেলাকে বেছে নিয়েছি একমাত্র রাস উৎসব দেখার জন্য । আজকে আমি শান্তিপুরের রাস উৎসব দেখতে পেয়ে খুবই গর্ববোধ করছি । রথের মোলায় গিয়েছি, পাঁপড় ভাজা খেয়েছি ৷ কিন্তু রাসে যাওয়া হয়নি ৷ তাই এলাম ৷"

ঐতিহ্যবাহী রাস উৎসব দেখতে শান্তিপুরে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: 'আপনারা নাগরিক না হলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন কীভাবে' ! মতুয়াদের প্রশ্ন মমতার

সেবায়ত প্রশান্ত গোস্বামী বলেন, "এটা একটা চিরস্মরণীয় দিন শান্তিপুরবাসীর কাছে ৷ কারণ, বিগত দিনে এরকম ইতিহাস আর কোনও দিন হয়নি ৷ এটাই মানুষ মনে রাখবে ৷ মুখ্যমন্ত্রী আসায় শান্তিপুরের রাস অন্য মাত্রা পেল ৷ এতো কর্মব্যস্তার মধ্যেও উনি এসেছেন ৷ আগামিদিনে রাসে মানুষের যে ঢল নামবে, তা আটকানো মুশকিল হয়ে পড়বে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.