Nabadwip Death Case: স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, নবদ্বীপে অপমানে আত্মঘাতী যুবক

author img

By

Published : Sep 19, 2022, 8:13 PM IST

harassment-allegation-against-tmc-leader-youth-commits-suicide-in-nabadwip

বার বার পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর ৷ অপমানে আত্মহত্যা করলেন এক যুবক (Nabadwip Death Case) ৷ নবদ্বীপের স্বরূপগঞ্জের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে মৃত যুবককে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে (Harassment Allegation Against TMC leader) ৷ পরিবারের অভিযোগ অপমানে আত্মহত্যা করেছেন অমিত দেবনাথ নামে ওই যুবক (Youth Commits Suicide in Nabadwip) ৷

নবদ্বীপ, 19 সেপ্টেম্বর: রং নম্বরে ফোন ৷ আর তার জেরে যুবকে তৃণমূল পার্টি অফিসের ডেকে মারধরের অভিযোগ (Harassment Allegation Against TMC Leader) ৷ ঘটনায় অপমানিত যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে (Nabadwip Death Case) ৷ পালটা মূল অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷ ঘটনাক্রম রবিবার রাতে নদিয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জের ৷ ঘটনায় পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠেছে ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে স্বরূপগঞ্জের সুকান্তপল্লির বাসিন্দা অমিত দেবনাথের নম্বর থেকে একটি ফোন যায় ৷ অমিত দেবনাথের দাবি ছিল, সেটি সম্পূর্ণ ভুলবশত হয়েছে ৷ কিন্তু, ওই এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত সঞ্জীব সমাদ্দার ওরফে কালু অমিত দেবনাথকে ফোন করে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে ডাকেন ৷ অভিযোগ সেখানে তাঁকে মারধর করা হয় ৷ এমনকি রবিবার সকালেও তাঁকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ এর পরেই রবিবার দুপুরে অপমানে গলায় ফাঁস লাগিয়ে অমিত দেবনাথ আত্মহত্যা করেন বলে জানিয়েছে তাঁর পরিবার (Youth Commits Suicide in Nabadwip) ৷

জানা গিয়েছে, তাঁরা অমিতকে উদ্ধার করে প্রথমে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই অমিতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ এর পর পরিবারের তরফে পুলিশে অভিযোগ করা হয় ৷ কিন্তু, অভিযোগ উঠেছে পুলিশ প্রায় আড়াই ঘণ্টা পরে সেখানে যায় ৷ স্থানীয়দের অভিযোগ, নবদ্বীপের দুর্গাপুজো সমন্বয় সাংস্কৃতিক সভায় পুলিশকে দেখা গিয়েছে ৷ কিন্তু, অমিত দেবনাথের মৃত্যুর অভিযোগ পেয়েও, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷

নবদ্বীপে অপমানে আত্মঘাতী যুবক!

আরও পড়ুন: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন না পেয়ে পড়ুয়ার আত্মহত্যা ! আন্দোলনে এসএফআই

এই পরিস্থিতিতে স্থানীয়রা তৃণমূল নেতা সঞ্জীব সমাদ্দারের বাড়িতে চড়াও হয় ৷ সেখানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ এর পরেই ঘটনাস্থলে পুলিশ আসে ৷ পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ মৃত অমিত দেবনাথের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, সঞ্জীহ সমাদ্দার এলাকায় ত্রাস তৈরি করে রেখেছেন ৷ এমনকি, এলাকার মহিলাদের সঙ্গেও খারাপ আচরণ করে সঞ্জীব সমাদ্দারের লোকজন ৷ যদিও, পুরো ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই বলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন নবদ্বীপ ব্লক তৃণমূলের সভাপতি কল্লোল কর ৷ যদিও স্থানীয়দের দাবি, তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে অমিত দেবনাথকে মারধর করা হয়েছে ৷ সেখানে কীভাবে তৃণমূল নেতৃত্ব নিজেদের দায় এড়িয়ে যেতে পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.