Nadia Murder: নেশার টাকা না-পেয়ে ঠাকুমাকে শ্বাসরোধ করে খুন নাতির

Nadia Murder: নেশার টাকা না-পেয়ে ঠাকুমাকে শ্বাসরোধ করে খুন নাতির
ঘরের ভিতর থেকে উদ্ধার প্রৌঢ়ার রক্তাক্ত দেহ ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান নাতির হাতেই খুন হয়েছেন ওই বৃদ্ধা ৷ অভিযুক্ত নাতিকে গ্রেফতার করেছে পুলিশ (Police Arrest Grandson accused of murder) ৷
নদিয়া, 22 জানুয়ারি: প্রৌঢ়ার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ায় ৷ শনিবার নদীয়ার তাহেরপুর থানার এ ব্লক এলাকার ঘটনা ৷ মৃতার নাম নিশা দাস (58) ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নেশা টাকা না-পেয়েই ঠাকুমাকে খুন করেছে নাতি (Grandson allegedly kill his grandmother)৷ এলাকায় বৃদ্ধার খুনের ঘটনায় ইতিমধ্যে তীব্র চাঞ্চল সৃষ্টি হয়, পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, ঠাকুমা এবং নাতি আকাশ দাস ছাড়া বাড়িতে আর কেউ থাকত না । অভিযুক্ত আকাশ দাসের বাবা গত দু'বছর আগে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ৷ তারপর থেকেই নাতিকে দেখাশোনা করত ঠাকুমা । যদিও আকাশ দাস কোনও কাজ করত না ৷ প্রায়শই নেশা করে বাড়িতে ফিরত ৷ তা নিয়ে ঠাকুমা ও নাতির মধ্যে অশান্তি লেগেই থাকত ৷ প্রতিবেশীদের সঙ্গেও খুব একটা মেলামেশা করত না তারা । প্রতিবেশীদের প্রাথমিক অনুমান, আকাশ দাস যেভাবে নেশা করতো নেশার টাকা ঠাকুমা না দিতে পারার কারণেই হয়তো ঠাকুমাকে শ্বাস রোধ করে খুন করেছে আকাশ দাস ।
আরও পড়ুন: প্রতিবেশী যুবকের সঙ্গে অন্তরঙ্গ পুত্রবধূ, দেখে ফেলায় খুন শাশুড়ি
বেশ কয়েকদিন ধরেই আকাশের ঠাকুমা নিশা দেবীর কোনও সাড়া শব্দ না-পেয়ে সন্দেহ এলাকাবাসীর ৷ কৌতূহলবশত স্থানীয়রা দরজায় ধাক্কা দেন ৷ নিশা দেবীর কোনও সাড়া শব্দ না পেয়ে প্রৌঢ়ার আত্মীয়কে খবর দেন ৷ তার এসে জানালায় ভেঙে দেখেন নিশা দেবী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে তাহেরপুর থানার পুলিশ ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ অভিযুক্ত আকাশ দাসকেও গ্রেফতার করেছে ৷ তবে খুনের রহস্য জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ । তবে স্থানীয়দের দাবি, সত্যি যদি আকাশ দাস শ্বাস রোধ করে তার ঠাকুমাকে খুন করে তাহলে তার যথাযথ শাস্তি হওয়া উচিত, না হলে আগামী দিনে এলাকায় আবারও ঘটতে পারে এই ধরনের ঘটনা।
