Krishnanagar to Canada : করোনা আবহেও কৃষ্ণনগরের দুর্গাপ্রতিমা পাড়ি দিচ্ছে টরেন্টোয়

author img

By

Published : Sep 23, 2021, 1:21 PM IST

টরেন্টোয় যাবে এই দুর্গা প্রতিমা

গত বছরে করোনা সংক্রমণের প্রথম ধাক্কায় দুর্গাপুজো হলেও, তেমন জাঁকজমক ছিল না ৷ আর পুজোর সংখ্যাও কমে গিয়েছিল ৷ এবার সামান্য উন্নতি হয়েছে পরিস্থিতির ৷ কৃষ্ণনগরের মৃৎশিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পুজোর আগে বিমানে চলে যাবে কানাডায় ।

কৃষ্ণনগর, 23 সেপ্টেম্বর : দুর্গা ঠাকুর যাবেন কানাডার টরেন্টো শহরে ৷ হ্যাঁ, এই করোনা আবহে যখন ভারত থেকে অন্য দেশে যাওয়া সমস্যার, তেমন সময়ে পুজোর আগে দুর্গাপ্রতিমা কানাডার উদ্দেশ্যে রওনা দেবে ৷ মৃৎশিল্পের জন্য বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগর ৷ এখানকার শিল্পী জয়ন্ত পালের বানানো দুর্গা প্রতিমা রাজ্য তথা দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছাবে টরেন্টোয় ৷

এ প্রসঙ্গে মৃৎশিল্পী জয়ন্ত পাল জানান, করোনা আবহের কারণে থমকে গিয়েছিল মৃৎশিল্পীদের হাতের কাজ । সরকারি বিধিনিষেধ জারি থাকায় অনেক পুজো উদ্যোক্তারাই তেমন ভাবে প্রতিমা বায়না দিতে পারেনি । এই সংকটাপন্ন আবহাওয়ায় বিদেশ থেকে প্রতিমার অর্ডার পাওয়াটা আশার আলো দেখিয়েছে ।

আরও পড়ুন : Manosi Sengupta : দুর্গারূপে মিমের শিকার হব ভাবিনি, অসন্তুষ্ট মদনের মিউজিক ভিডিয়োর 'দুর্গা'

প্রতি বছর মৃৎশিল্পী জয়ন্ত পালের তৈরি দুর্গা প্রতিমা দেশের বিভিন্ন জায়গায় যেত । অন্য বছরগুলিতে বিদেশ থেকেও প্রতিমা তৈরির অর্ডার আসত ৷ কিন্তু করোনা আবহে গত বছর প্রতিমা তৈরির অর্ডার না মেলায় মাথায় হাত পড়ে গিয়েছিল মৃৎশিল্পীদের । এবছর দেশের বাইরে থেকে প্রতিমা তৈরির অর্ডার পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন মৃৎশিল্পীরা ।

কানাডার টরেন্টো শহরের এক বাঙালি প্রবাসী দুর্গা প্রতিমার বায়না দেওয়া মাত্র কাজ শুরু করে দেন মৃৎশিল্পী জয়ন্ত পাল ৷ তিনি জানালেন, প্রতিমার দৈর্ঘ্য 3 ফুট, প্রস্থও 3 ফুট ৷ তৈরি করতে সময় লেগেছে আড়াই থেকে তিন মাস ৷ দুই-এক দিনের মধ্যে আকাশ পথে কানাডার উদ্দেশ্যে রওনা দেবে দুর্গা প্রতিমা, জানালেন মৃৎশিল্পী জয়ন্ত পাল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.