Shantipur By-poll : বিজেপির জেতা আসন ছিনিয়ে মমতাকে শান্তিপুর উপহার ব্রজকিশোরের

author img

By

Published : Nov 2, 2021, 2:15 PM IST

Updated : Nov 2, 2021, 2:44 PM IST

braja-kishore-goswami-wins-the-assembly-seat-of-shantipur-for-mamata-banerjees-tmc

সকাল থেকেই শান্তিপুরে এগিয়ে ছিলেন তৃণমূলের ব্রজকিশোর । বেলা দেড়টা নাগাদ 13 রাউন্ড গণনার শেষে দেখা যায়, 40 হাজার 300-র বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি । তার কিছুক্ষণের মধ্যেই তাঁকে জয়ী ঘোষণা করা হয় ।

শান্তিপুর, 2 নভেম্বর: ক্ষমতা দখলের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে । এবার শান্তিপুরের জেতা আসনও হাতছাড়া হল বিজেপির । তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী সেখানে জয়ী হলেন । 63 হাজার 892 ভোটে হারালেন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসকে ।

মঙ্গলবার রাজ্যের চার কেন্দ্র, দিনহাটা, গোসাবা, শান্তিপুর এবং খড়দা উপনির্বাচনের ভোটগণনা শুরু হয় । তাতে সকাল থেকেই শান্তিপুরে এগিয়ে ছিলেন তৃণমূলের ব্রজকিশোর । বেলা আড়াইটে নাগাদ নির্বাচন কমিশন জানায়, 59 হাজার 567 ভোটে এগিয়ে রয়েছেন তিনি । তার কিছুক্ষণের মধ্যেই তাঁকে জয়ী ঘোষণা করা হয় ।

আরও পড়ুন: Dinhata By Poll : দিনহাটায় লক্ষাধিক ভোটে জিতলেন তৃণমূলের উদয়ন

সদগুরু বিজয়কৃষ্ণ সেবা সমিতির সভাপতি ব্রজকিশোর গোস্বামীর । এবারই রাজনীতিতে হাতেখড়ি হয় তাঁর । তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাশ করলেন না তিনি । প্রথমবার ভোটের ময়দানে নেমে বিজেপির জেতা আসন ছিনিয়ে নিলেন ।

শান্তিপুরে উপনির্বাচনে বিজেপিকে প্রায় চার গুণ বেশি হারাল তৃণমূল । সেখানে 1 লক্ষ 10 হাজার 907 ভোট পেয়েছে তৃণমূল । বিজেপি পেয়েছে 47 হাজার 15টি ভোট । সিপিএম এবং কংগ্রেসের ঝুলিতে যথাক্রমে 39 হাজার 674 এবং 2 হাজার 836 ভোট পড়েছে । নোটায় ভোট গিয়েছে 1 হাজার 873 ।

এর আগে, বিধানসভা নির্বাচনে নদিয়ার শান্তিপুর থেকে জগন্নাথ সরকারকে প্রার্থী করে বিজেপি । আসনটি জিতে দলের মুখরক্ষাও করেন জগন্নাথ । সে বার শান্তিপুরে 1 লক্ষ 9 হাজার 722 ভোট পড়ে বিজেপির পক্ষে । তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 93 হাজার 844 । বাম-কংগ্রেসের ঝুলিতে মাত্র 9 হাজার 448টি ভোট পড়েছিল । বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল 15 হাজার 887 ।

কিন্তু ভোটে জেতার পর সাংসদ পদ রেখে বিধায়ক পদটি ছেড়ে দেন তিনি । যে কারণে ওই আসনে উপনির্বাচন করায় নির্বাচন কমিশন । তবে মানুষ তাঁদের নিরাশ করবেন না বলে আশাবাদী ছিলেন নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্বে থাকা জগন্নাথ । বলেছিলেন, আমাদের কাছে প্রার্থী বড় বিষয় নয়। শান্তিপুরের মানুষ শান্তি বজায় রাখতে বিজেপিকে ভোট দেবেন ।

আরও পড়ুন: Gosaba By-Polls : মার্জিন পাঁচগুণ বাড়িয়ে গোসাবা উপনির্বাচনে জয়ী তৃণমূল

কিন্তু জগন্নাথের সেই আশাপূরণ হল না । বিধানসভা নির্বাচনে তিনি যেখানে 16 হাজার ভোটে জয়ী হয়েছিলেন, মঙ্গলবার তাঁর প্রায় দ্বিগুণ বেশি ভোট পেয়ে জয়ী হলেন ব্রজকিশোর । প্রথমবার ভোটের ময়দানে নেমেই বিজেপির জেতা আসন ছিনিয়ে নিলেন তিনি । তাঁর সামনে টিকতে পারেননি কংগ্রেস প্রার্থী রাজু পাল এবং সিপিএমের সৌমেন মাহাতোও ।

Last Updated :Nov 2, 2021, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.