TMC Joining : বহিষ্কারের 24 ঘণ্টার মধ্যে তৃণমূলে যোগ বনগাঁ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর

author img

By

Published : Aug 27, 2021, 2:21 PM IST

BJP Mahila Morcha Bangaon Leader Uttara Baruri Join to TMC in Nadia Kalyani

বিজেপি থেকে বহিষ্কৃত হয়ে 24 ঘণ্টার মধ্যে তৃণমূলে যোগদান ৷ বনগাঁ মহিলা মোর্চার নেত্রী উত্তরা বারুরি এবং বিজেপি কিষাণ মোর্চার সভাপতি বুদ্ধদেব মাল্য আজ তৃণমূলে যোগদান করেন ৷ নদিয়ার কল্যাণীতে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক নেতৃত্বে উপস্থিতিতে প্রায় 2 হাজার বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিলেন তাঁরা ৷

কল্যাণী, 27 অগস্ট : বহিষ্কারের 24 ঘণ্টার মধ্যে তৃণমূলে যোগ দিলেন বনগাঁ বিজেপির মহিলা মোর্চার নেত্রী ৷ সেই সঙ্গে বিজেপির কিষাণ মোর্চার সভাপতি সহ প্রায় দু’হাজার কর্মীও তৃণমূলে গেলেন ৷ তৃণমূলের সঙ্গে গোপন আঁতাতে অভিযোগ উঠেছিল বনগাঁ বিজেপির মহিলা মোর্চার নেত্রী উত্তরা বারুরির বিরুদ্ধে ৷ একই অভিযোগ উঠেছিল কিষাণ মোর্চার সভাপতি বুদ্ধদেব মাল্যর বিরুদ্ধে ৷ রাজ্য বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পল দলীস্তরে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ সেই তদন্তে উত্তরা বারুরির বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ প্রমাণিত হওয়ায়, গতকাল তাঁকে এবং সেই সঙ্গে বুদ্ধদেব মাল্যকেও বহিষ্কার করে বিজেপি ৷ যার পরেই আজ প্রায় 2 হাজার কর্মীকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিলেন তাঁরা ৷

আজ নদিয়ার কল্যাণীতে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ কর এবং জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডুর নেতৃত্বে বনগাঁ বিজেপির ওই নেতানেত্রীরা তৃণমূলে যোগ দিয়েছে ৷ কল্যাণী আইটিআই মাঠে আজ এই যোগদান পর্বের আয়োজন করা হয়েছিল ৷ কিন্তু, লাগাতার বৃষ্টির কারণে কল্যাণী ঋত্বিক সদনে এই যোগদান করানো হয় ৷ এ নিয়ে রত্না ঘোষ কর জানিয়েছেন, কল্যাণী বিধানসভার বেশিরভাগ অঞ্চলেই ওপার বাংলা থেকে আসা লোকজন বসবাস করেন ৷ দেশভাগে সময় তাঁরা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন ৷ ভোটের সময় তাঁদের ভুল বুঝিয়ে নিঃশর্ত নাগরিকত্বের লোভ দেখিয়েছিল বিজেপি ৷ কিন্তু, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ায় তাঁরা তৃণমূলমুখী হয়েছেন ৷

আরও পড়ুন : TMC Leader Arrested : পূর্ব বর্ধমানে তৃণমূলকর্মী খুনে গ্রেফতার দলের নেতা

উত্তরা বারুরি তাঁর তৃণমূলে যোগদান প্রসঙ্গে জানান, প্রায় ছয় বছর ধরে বিজেপির দু’টি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন তিনি ৷ কিন্তু, মহিলারা কোনও সাংগঠনিক ক্ষমতায় থাকুন, তা পছন্দ করে না বিজেপির জেলা নেতৃত্ব ৷ তাঁর অভিযোগ বিজেপিতে মহিলারা অবাঞ্ছিত ও অত্যাচারিত ৷ এর পরেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় তিনি বলেন, ‘‘দলমত নির্বিশেষে মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী ৷ আগামী দিনে শুধু বাংলায় নয় ভারতের দিশা দেখাবেন তিনি ।’’ তাঁর পাশে থেকে হাত শক্ত করতে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান উত্তরা বারুরি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.