Amit Shah Jagdeep Dhankhar on Nadia accident: নদিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় শোক শাহ-ধনকড়ের, টুইটে সমবেদনা পরিবারকে

author img

By

Published : Nov 28, 2021, 11:52 AM IST

Amit Shah and jagdeep-dhankhar pay condolence to families of deceased and injured in-nadia-accident

নদিয়ার দুর্ঘটনায় শোকাহত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah on Nadia accident) ও রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁরা মৃত ও আহতদের পরিবারকে সমবেদনা (Amit Shah and Jagdeep Dhankhar pay condolence) জানান ৷

কলকাতা, 28 নভেম্বর: নদিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় (Nadia Accident Death) গভীর শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah on Nadia accident) ও রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বাংলায় টুইট করে মৃতদের পরিবারকে সমবেদনা জানান অমিত শাহ ৷ অপরদিকে, সড়ক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল ৷ নিহত ও আহতদের পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাবতীয় সাহায্য করবেন বলে আশাপ্রকাশ করেন তিনি ৷

শনিবার গভীর রাতে নদিয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় রাজ্য সড়কের উপর শ্মশানযাত্রী বোঝাই একটি ম্যাটাডোর ধাক্কা মারে একটি লরিতে ৷ এই ঘটনায় অন্তত 18 জনের মৃত্যু হয় (Several dies in Nadia accident)৷ জখম হন আরও 4 জন ৷ নদিয়ার দুর্ঘটনায় শোক প্রকাশ করে অমিত শাহ (Amit Shah tweet) রবিবার সকালে বাংলা ও হিন্দি টুইটে লেখেন, "পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক । এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল । ঈশ্বর ওনাদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।"

আরও পড়ুন: Nadia Accident Death : শ্মশানযাত্রী বোঝাই ম্যাটাডোরের ধাক্কা লরিতে, প্রাণ হারালেন 18 জন

  • পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওনাদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

    — Amit Shah (@AmitShah) November 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে শোকাহত রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ টুইটে তিনি সমবেদনা জানান মৃতদের পরিবারকে ৷ ধনকড় (Jagdeep Dhankhar tweet) লেখেন, "একটি গাড়ি নদিয়া জেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারায় 18 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন ৷ এই খবরে গভীর ভাবে শোকাহত ৷ মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ও আহতদের পরিবারবর্গকে যাবতীয় সাহায্য করবেন বলে আশা রাখি ৷" এই দুর্ঘটনার পর সড়ক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল আরও লিখেছেন, "সড়ক সুরক্ষার প্রচার প্রয়োজন ৷"

  • Deeply pained at reported death of 18 people and 5 others injured in Nadia District after the vehicle they were travelling in collided with a truck parked on the side of road.

    Expect all efforts @MamataOfficial to the family of deceased and injured. Need to promote Road Safety.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Accident at Raniganj factory : রানিগঞ্জের কারখানায় দুর্ঘটনা, ছাইয়ের স্তূপে চাপা পড়লেন 3 শ্রমিক

উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকা থেকে গতকাল রাতে শবদাহ নিয়ে একটি ম্যাটাডোর নবদ্বীপ শ্মশানের উদ্দেশে রওনা দিয়েছিল । রাত বারোটা নাগাদ ম্যাটাডোরটি নদিয়ার হাঁসখালি থানার ফুলবাড়ির উপর দিয়ে যাচ্ছিল ৷ সেই সময় ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি লরিকে আচমকাই ধাক্কা মারে ৷

Amit Shah and jagdeep-dhankhar pay condolence to families of deceased and injured in-nadia-accident
এই লরিতেই ধাক্কা

ঘটনাস্থলেই মৃত্যু হয় 17 জনের । পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় ৷ স্থানীয়দের দাবি, ঘন কুয়াশা থাকায় এবং গাড়িটির গতিবেগ অতিরিক্ত থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে । তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.