Attack on TMC Leader: পঞ্চায়েত প্রধান নির্বাচনের দিন দুষ্কৃতীদের গুলিতে আহত তৃণমূল নেতা

author img

By

Published : Jan 24, 2023, 11:01 PM IST

Etv Bharat

বহরমপুরে তৃণমূল নেতাকে লক্ষ করে গুলি দুষ্কৃতীদের ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা (TMC Leader Seriously Injured)৷

বহরমপুর, 24 জানুয়ারি: শুট আউট মুর্শিদাবাদে । পঞ্চায়েত প্রধান নির্বাচনের দিনই দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন রানিনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সিপিএমের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান আলতাব হোসেন ৷ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ মুর্শিদাবাদ থানার আজিমসরা এলাকায় আলতাব হোসেনকে লক্ষ করে দু রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা । এর মধ্যে তাঁর পিঠে একটা গুলি লাগে (Attack on TMC Leader)। দ্রুত তাঁকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে আনা হলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

পেশায় হাই মাদ্রাসার শিক্ষক আলতাব হোসেন 2008 থেকে 2013 সাল পর্যন্ত রানিনগর 1 নম্বর ব্লকের লোচনপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন । 2016 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন । লোচনপুর বাড়ি হলেও বর্তমানে দুই মেয়ের পড়াশোনার জন্য তিনি লালবাগে থাকতেন ৷ লোচনপুর থেকে লালবাগ যাতায়াত ছিল তাঁর ।

মঙ্গলবার লোচনপুর পঞ্চায়েতে প্রধান নির্বাচন ছিল । দশ মাস ধরে পঞ্চায়েতের প্রধানের পদটি শূন্য রয়েছে । আজই নতুন প্রধান নির্বাচিত হন সোনালি সিংহ রায় । সেখানেই ছিলেন আলতাব হোসেন । সন্ধ্যায় গোপীনাথপুর থেকে মোটর বাইকে লালবাগ ফিরছিলেন । ফেরার পথে আজিমসরা এলাকায় দুটি মোটর বাইকে করে চারজন দুষ্কৃতী এসে পরপর দু'রাউন্ড গুলি চালায় । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আলতাব । তৃণমূল নেতৃত্বের দাবি, আলতাব হোসেন এলাকায় যথেষ্ট সৎ এবং পরোপকারী ছিলেন । নওদাপাড়া হাই মাদ্রাসার শিক্ষক হিসাবেও যথেষ্ট সুনাম রয়েছে তাঁর । পরিবার ও দলের পক্ষ থেকে আলতাবের কোনও শত্রু ছিল না বলে দাবি করা হয় । তবে কে বা কারা কী কারণে এই হামলা চালিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ । এই বিষয়ে রানিনগর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তফা শেখ বলেন, "ওর মতো মানুষকে কে খুন করতে চায় সেটাই আমাদের কাছে বিস্ময়ের । পুলিশ দোষীদের খুঁজে বের করুক ।"

আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দিনহাটায় চলল গুলি, আহত 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.