Lottery Ticket Fraud Case: লটারির টিকিট প্রতারণাকাণ্ডে ইসলামপুর গ্রেফতার 7

Lottery Ticket Fraud Case: লটারির টিকিট প্রতারণাকাণ্ডে ইসলামপুর গ্রেফতার 7
কোটি টাকার লটারির টিকিটের প্রতারণা-সহ নানান অসামাজিক কাজে অভিযুক্তকে গ্রেফতারে সাফল্য মুর্শিদাবাদের ইসলামপুর থানার পুলিশের (Islampur Police Station)।
ইসলামপুর, 23 জানুয়ারি: ইসলামপুর থানা বিগত কয়েকমাসে পর পর তিনটি প্রতারণা চক্র ধরে সাফল্য পেয়েছিল। আবারও সোমবার বড়সড় সাফল্য পেল ইসলামপুর থানা। গোপন সূত্রে খবর পেয়ে, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস ইসলামপুর বাসস্ট্যান্ড (Islampur Bus Stand) সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে দু'টো বিলাসবহুল চারচাকা গাড়ি আটক করে। গাড়িতে থাকা সাতজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি জাল লটারি টিকিট উদ্ধার করে।
ধৃতদের বক্তব্য, একই নম্বরের টিকিট গত কয়েকদিন আগে এক কোটি টাকা পুরস্কার জিতেছে। ঘটনায় গ্রেফতার হয়েছে নদিয়ার পলাশিপাড়ার ভোলান আলি (38), উত্তরপাড়ার পলসণ্ডার টিপু শেখ, শক্তিপুর থানার অন্তর্গত বাজারসো মোল্লাপাড়ার ফালটু শেখ, বহরমপুর থানার ভাকুড়ির নীরেন চৌধুরী, বহরমপুর থানার মুক্ত কুন্ডু, শক্তিপুর থানার বাজারসোর জাকির হোসেন ও একই এলাকার বাসিন্দা অনুপ কুমার নন্দী ৷ এদের রেকর্ড অনুযায়ী বিগত দিনে ভোলান আলি নামে ওই ব্যক্তি বিএসএফে (BSF) কর্মরত ছিল। কু-কর্মের কারণে চাকরি থেকে 2012 সালে বহিষ্কার করা হয় তাকে ৷
আরও পড়ুন: সোনামুখী পুলিশের বড় সাফল্য, উদ্ধার চুরি যাওয়া গয়না
কিন্তু তারপর থেকে সে তার পোশাক এবং বিএসএফের দেওয়া আইকার্ড দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার নামে প্রতারণা করে, জাল লটারির টিকিট বিক্রি, এমনকী কিডন্যাপিং (Kidnapping) কেসও তার বিরুদ্ধে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের কাছ থেকে দু'টি আই কার্ড, দু'টি বিলাসবহুল গাড়ি এবং একটি লটারির টিকিট বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ সোমাবার তাদের জিজ্ঞাসাবাদ করার সময় কথায় অসঙ্গতি পাওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এদিন লালবাগ মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের। অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আর্জি জানিয়ে আদালতে তোলা হয়েছে। বাড়ির লোকেদের মত, সঙ্গ দোষে এমন করেছে ওরা ৷ এর আগে কখনও এমন কাজ করেনি ৷ অন্য পেশার সঙ্গে ওরা যুক্ত ৷
