Migrant Worker Death : ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের

author img

By

Published : May 14, 2022, 4:16 PM IST

Murshidabad migrant worker Death

কর্নাটকের বেঙ্গালুরুতে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের (Murshidabad migrant worker died in Bengaluru) ৷ মৃত শ্রমিক মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা ৷ তাঁর দেহ ফিরিয়ে আনার জন্য সরকারপক্ষের দাবি জানিয়েছে পরিবার।

হরিহরপাড়া, 15 মে : ভিনরাজ্যে কাজে গিয়ে ফের প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের (Murshidabad migrant worker died in Bengaluru)। শুক্রবার দুপুরে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। বছর কুড়ির ওই মৃত যুবকের নাম কাবিরুল শেখ। বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপডাঙ্গা বেলতলাপাড়া। দেহ ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছে পরিবার।

মাস দু'য়েক আগে বেঙ্গালুরুতে পাইপলাইনের কাজে গিয়েছিলেন কাবিরুল। শুক্রবার পাইপলাইনের কাজ করার সময় বিদ্যুতের তারের সঙ্গে কোনওরকমভাবে লোহার পাইপের সংযোগ ঘটে। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হন তিনি। অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যান স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক দেখার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর্থিকভাবে দুর্বল মৃতের পরিবারের পক্ষে দেহ ফিরিয়ে আনা সম্ভব নয়। দেহ ফিরিয়ে আনতে পরিবার রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

আরও পড়ুন : বহরমপুর ছাত্রী খুনে নয়া তথ্য, 2017 সালে সুশান্তর নামে ডায়েরি করেছিলেন সুতপার বাবা

জেলায় কর্মসংস্থানের সুযোগ না থাকায় ভিনরাজ্যে কাজে যুক্ত মুর্শিদাবাদের প্রায় 8 লাখ যুবক। অধিকাংশই নিরাণ শিল্পের সঙ্গে যুক্ত। যদিও জেলা প্রশাসনের কাছে পরিযায়ী শ্রমিকদের নির্দিষ্ট কোনও তথ্য নেই। এছাড়াও ভিনরাজ্যে কাজে গিয়ে বহু পরিযায়ী শ্রমিকের আর ঘরে ফেরা হয় না। গত দু'মাসে দক্ষিণভারতে কাজে গিয়েই মৃত্যু হয়েছে তিনজনের। বহু আতঙ্কিত পরিযায়ী শ্রমিকের পরিবার রাজ্য সরকারকেই দুষছেন। তাঁদের বক্তব্য, রাজ্যে কাজের সুযোগ থাকলে কাউকে ভিন রাজ্যে গিয়ে প্রাণ দিতে হতো না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.