Mamata Slams BJP: বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে, বিজেপিকে তোপ মমতার

author img

By

Published : Jan 16, 2023, 1:03 PM IST

Updated : Jan 16, 2023, 1:47 PM IST

Mamata Banerjee

মুর্শিদাবাদের সাগরদিঘিতে সোমবার প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে তিনি একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হন (Mamata Banerjee Slams BJP) ৷

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 16 জানুয়ারি: বিজেপির (BJP) বুলডোজার-সংস্কৃতি নিয়ে এবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সোমবার বিজেপিকে মমতার হুঁশিয়ারি, ‘‘বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে ৷’’

এদিন মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Murshidabad) ৷ ওই সভার মঞ্চ থেকে একাধিক ইস্যুতে তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ কার্যত টেনে আনেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য সরকারের বুলডোজার দিয়ে অভিযুক্তদের বাড়ি ভাঙার প্রসঙ্গ ৷ বিষয়টি বোঝাতে তিনি বলেন, ‘‘বুলডোজারের পক্ষে নই ৷ বুলডোজারের পরিবর্তে বুলডোজার নয় ৷ বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে ৷’’

কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা: কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা নিয়ে এদিন মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে আবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আবারও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার দয়া করে রাজ্যকে টাকা দেয় না ৷ এখান থেকে কর নিয়ে যায় ৷ তার পর রাজ্যের ভাগে যা থাকে, তা দেওয়া হয় ৷ নাম না করে বিজেপির বিরুদ্ধে তাঁর হুঁশিয়ারি, কেউ যদি মনে করেন, এটা বিজেপির জমিদারি, মানুষকে মেরে এই সরকার চলবে না ৷ রাম-বাম-শ্যাম এক হয়েছে ৷

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলাকে ভাতে মারতে বলে আসছে ৷ কিন্তু আসলে বাংলার মানুষের ক্ষতি করছে ৷ তার পর আবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি বলেন, ‘‘লজ্জা করে না ৷ ক্ষমতা দেখাচ্ছো ৷ এই ক্ষমতা আজ আছে কাল নেই ৷ আজ ক্ষমতায় তাই তুমি হিরো, কাল ক্ষমতায় থাকবে না, তুমি বিগ জিরো ৷’’

জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি: সম্প্রতি জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতররের তল্লাশি (IT Raid at TMC MLA House) ৷ সেই তল্লাশিতে প্রায় 11 কোটি টাকা উদ্ধার হয় ৷ সেই প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘জাকির একটা বিড়ি শিল্পপতি ৷ দোষ থাকলে আইনত ব্যবস্থা নেবে ৷’’ তাঁর অভিযোগ, জাকির হোসেন শুধু তৃণমূল কংগ্রেসের নেতা বলে তাঁকে হেনস্তা করা হয়েছে ৷

এর পরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘তার যে 20 হাজার বিড়ি শ্রমিক আছে, সেটা তোমরা চোখে দেখো না ! তাঁদের মাইনে কি ব্যাংকে দেবে ? ক’টা বিড়ি শ্রমিকের ব্যাংকের অ্যাকাউন্ট আছে ? ক’টা চাষির ব্যাংক অ্যাকাউন্ট আছে ?’’ একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতি তাঁর হুঁশিয়ারি, ‘‘মানুষের অধিকার কেড়ে নেওয়া চলবে না ৷ জাকির যথেষ্ট সেফ অ্যান্ড সাউন্ড ৷ ওরা বুঝে নেবে ওদেরটা ৷ ওকে তো প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল ৷’’

নাম না করে শুভেন্দুকে আক্রমণ: এদিনের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন (Mamata Slams Suvendu Adhikari) ৷ তবে একবারও তিনি নন্দীগ্রামের বিধায়কের নাম মুখে আনেননি ৷ শুধু বলেছেন, ‘‘আমার দুর্ভাগ্য, কোনও একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে কাজ করার জন্য ৷ তিনি লাইন করে তৃণমূলের কোন লোকটা শক্তিশালী, তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে ৷’’

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন মুর্শিদাবাদের পর্যবেক্ষক ছিলেন ৷ সেই সময় অনেকেই তাঁর হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান করেন ৷ রাজনৈতিক মহলের মতে, নাম না করে সেই কথাটাই বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বোঝাতে চেয়েছেন, পর্যবেক্ষক ছিলেন বলেই শুভেন্দু মুর্শিদাবাদে তৃণমূলের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল ৷

এই নিয়ে পালটা তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, পরের বাড়িতে পাঠানোর আগে নিজের মুখটা আগে আপনারা দেখুন ৷ নিজেদের বাড়িগুলি আগে তল্লাশি করান ৷ ইডিকে দিয়ে তল্লাশি করান ৷ সিবিআইকে দিয়ে তল্লাশি করান ৷ আয়করকে দিয়ে তল্লাশি করান ৷ তার পর তৃণমূলের ঘরে তল্লাশি করবেন ৷ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রোজ কেন্দ্রীয় দল পাঠাচ্ছে ৷ যেন ঘোরার জায়গা নেই ৷ দিল্লি, গুজরাত, অসমে কেন্দ্রীয় দল যায় না ৷ বিজেপিকে উইপোকা কামড়ালে কেন্দ্রীয় দল আসে ৷ চকোলেট বোমা ফাটলে এনআইএ আসে ৷ এর পরই তাঁর বার্তা, ‘‘বদলা নেব না ৷ বদল আমি করব ৷’’

বঙ্গভবনে পুলিশ: এদিনের সভা থেকে সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন ৷ তাঁর দাবি, তৃণমূলের হয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করা এক নেতাকে গ্রেফতার করা হয়েছে বঙ্গভবন থেকে ৷ বেআইনিভাবে বঙ্গভবন থেকে সিসিটিভি নিয়ে গিয়েছে গুজরাত পুলিশ ৷ তাই রাজ্য প্রশাসনের আধিকারিকদের তাঁর বার্তা, বঙ্গভবনে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করলে, ব্যবস্থা নেওয়া হোক ৷

লোভ না করার পরামর্শ: এদিন সাগরদিঘির মঞ্চ থেকে দলের নেতাদের প্রতি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলের নেতাদের প্রতি লোভ না করার পরামর্শ দিয়েছেন ৷ কোনও ভুল হয়ে থাকলে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলেছেন তিনি ৷ একই সঙ্গে জানিয়েছেন, কারও থেকে কিছু নিয়ে থাকলে, তা ফেরতও দিয়ে দিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: সুব্রত-জাকিরের জেলায় মুখ্যমন্ত্রীর হঠাৎ সফর ! তাকিয়ে রাজনৈতিক মহল

Last Updated :Jan 16, 2023, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.