Heroin Recover : 20 লাখ টাকার হেরোইন উদ্ধার, পুলিশের জালে এক মহিলা-সহ চার

author img

By

Published : Sep 19, 2021, 7:19 PM IST

Heroin Recover

লালগোলা থেকে উদ্ধার 20 লাখ টাকার হেরোইন ৷ ঘটনায় এক মহিলা-সহ চারজনকে গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ ৷

লালগোলা, 19 সেপ্টেম্বর : 20 লাখ টাকার মাদক পাচারে জড়িত এক মহিলা-সহ চারজনকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ । রবিবার ভোররাতে ধৃতদের লালগোলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় । ধৃতদের কাছ থেকে 550 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে ৷ যার বর্তমান বাজারমূল্য প্রায় 20 লাখ টাকা বলে জানা গিয়েছে ।

ধৃত দু‘জনের বাড়ি লালগোলা থানার আটরসিয়া, একজনের রাজারামপুর ও আর একজন দুর্লভপুরের বাসিন্দা । আজ বহরমপুরে মাদক আইনের বিশেষ আদালতে তোলা হলে বিচারক ধৃতদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া লালগোলা এলাকা একসময় হেরোইন তৈরির স্বর্গরাজ্য হয়ে উঠেছিল । রাজস্থান, হরিয়ানা থেকে অভিজ্ঞ মাদক প্রস্তুতকারীদের হাত ধরেই এই এলাকা মাদক কারবারীদের হেরোইন তৈরিতে সিদ্ধহস্ত হয়ে ওঠে । মুর্শিদাবাদ জেলার লালগোলায় তৈরি হেরোইনের বাজার মূল্য সর্বাধিক । বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই পদক্ষেপ করা শুরু করে জেলা পুলিশ । হেরোইন তৈরি ও পাচারে ধরপাকড় শুরু হতেই কিছুদিনের জন্য পাচার থমকে ছিল ।


পুলিশি ঢিলেমিতে ফের পাচার চক্র সক্রিয় হয়ে ওঠে । অধিকাংশ হেরোইন সীমান্ত পেরিয়ে চলে যায় বাংলাদেশে । বাংলাদেশে চাহিদা বেশি থাকায় দ্বিগুণ দাম পাওয়া যায়, তদন্তে এমনটাই উঠে এসেছে । মোটা টাকা রোজগারের লোভে এখন মহিলারাও মাদক চক্রের সঙ্গে সরাসরি জড়িত হয়ে পড়েছে । এদিন যে মহিলাকে গ্রেফতার করা হয়েছে সে ওই মাদক পাচার চক্রের অন্যতম পিনকিং বলে তদন্তে উঠে এসেছে ।


আরও পড়ুন : Arms Arrest: দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক বেআইনি অস্ত্রকারবারী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.