Erosion in Ganges: ফের ভাঙন আতঙ্ক সামশেরগঞ্জে, নদীগর্ভে বেশ কয়েকটি বাড়ি

author img

By

Published : Sep 6, 2022, 6:45 PM IST

Erosion in Ganges started at Samserganj of Murshidabad

গঙ্গায় ভাঙন (Erosion in Ganges) মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৷ এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ৷ তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ঘরবাড়ি থেকে রাস্তা ও মন্দিরের ৷ ভাঙনের আতঙ্কে ঘর ছাড়ছেন বহু মানুষ ।

সামশেরগঞ্জ, 6 সেপ্টেম্বর: ফের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে (Erosion in Ganges started at Samserganj) । মঙ্গলবার সকাল 8টা থেকে সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয় । ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি । এছাড়াও বিপদজ্জনকভাবে এখনও ঝুলছে বেশ কয়েকটি বাড়ি ।

ভাঙনের আতঙ্কে ঘর ছাড়ছেন বহু মানুষ । প্রশাসন বা জনপ্রতিনিধিদের কেউ খোঁজ না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা । এদিন সকাল থেকে এক এক করে নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করেছে বাড়ি ঘর । বিশাল এলাকা জুড়ে শুরু হয়েছে ফাটল । নদীগর্ভে তলিয়ে গিয়েছে কয়েক বিঘা কৃষি জমিও । আশঙ্কায় বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ।

ফের ভাঙন আতঙ্ক সামশেরগঞ্জে

আরও পড়ুন: অকেজো তিনটি স্পিডবোট, ঝুঁকির পারাপার ফেরিঘাটে

যে কোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে বাসুদেবপুর থেকে কাকুরিয়া হয়ে ধূলিয়ান যাবার অন্যতম রাস্তা । তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে একটি কালি মন্দিরও । নতুন করে গঙ্গা ভাঙন নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । আপাতত আসবাবপত্র নিয়ে কোনওরকমে পালানোর চেষ্টা করছেন বাসিন্দারা । অবিলম্বে গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.