CM to Visit Murshidabad: সুব্রত-জাকিরের জেলায় মুখ্যমন্ত্রীর হঠাৎ সফর ! তাকিয়ে রাজনৈতিক মহল

author img

By

Published : Jan 15, 2023, 5:25 PM IST

CM Mamata Banerjee to Visit Murshidabad for administrative meeting

সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে ঝটিকা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee to Visit Murshidabad) ৷ কেন তাৎপর্যপূর্ণ তাঁর এই জেলা সফর ?

সাগরদিঘি, 15 জানুয়ারি: সোমবার মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee to Visit Murshidabad) ৷ সূত্রের দাবি, মাত্র একঘণ্টার একটি প্রশাসনিক সভায় যোগ দিতেই তাঁর এই সফর ৷ যা নিয়ে ইতিমধ্য়েই নানা মহলে চর্চা শুরু হয়েছে ৷ প্রথমত, গত 11 জানুয়ারি এই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, চালকল-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি নগদ টাকা উদ্ধার করেছে আয়কর বিভাগ ৷ অন্যদিকে, গত 29 ডিসেম্বর প্রয়াত হন রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা ৷ এই দুই ঘটনার পর মুখ্যমন্ত্রীর এই আচমকা সফর নিয়ে স্বাভাবিকভাবেই উৎসাহ তৈরি হয়েছে মানুষের মধ্য়ে ৷

সোমবার মুখ্যমন্ত্রীর সভা হবে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া সাগরদিঘি থানার ধোলারপাহাড়ে ৷ রাজনৈতিক মহলের একাংশের ধারণা, সাগরদিঘিতে উপনির্বাচনের আগে সুব্রত সাহাকে শ্রদ্ধা জানিয়েই দলের সংগঠন গোছাতে চাইছেন তৃণমূল সুপ্রিমো ৷ পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেও তাঁর এই সফরে মমতা মুখ খুলতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ যদিও এটি কোনও দলীয় সভা নয় ৷ কিন্তু, অতীতেও প্রশাসনিক সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল এবং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নানাভাবে সরব হয়েছেন ৷ সোমবারও তেমন ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: 'জাকির হোসেন এবার ফকির হোসেন হয়ে যাবেন !' কটাক্ষ সুকান্তর

এদিকে, জেলা প্রশাসনকে মাত্র চারদিনের নোটিশে মুখ্যমন্ত্রীর এই সফর সম্পর্কে জানানো হয়েছে ৷ সোমবার হাওড়ার ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে যাত্রা শুরু করবেন মমতা ৷ ওই দিনই দুপুর 12টা নাগাদ ধোলারপাহাড়ে প্রশাসনিক সভা সেরে ফের কলকাতায় ফিরবেন তিনি ৷ যোগ দেবেন এসএসকেএমে আয়োজিত একটি অনুষ্ঠানে ৷ সূত্রের খবর, সাগরদিঘির সভা থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও, স্বনির্ভর গোষ্ঠী, কৃষক-সহ বিভিন্ন শ্রেণির উপভোক্তাদের হাতে তুলে দেবেন সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের সুবিধা ৷ ইতিমধ্যেই সেই উপভোক্তাদের তালিকা তৈরি করে তাঁদের সভাস্থলে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷

তবে, এই কর্মসূচি প্রশাসনিক হলেও জেলার রাজনৈতিক মহলের নজর থাকবে প্র‍য়াত সুব্রত সাহা ও জাকির হোসেন সম্পর্কে মুখ্যমন্ত্রী কিছু বলেন কি না, সেই দিকে ৷ উল্লেখ্য, 2016 সালের বিধানসভা নির্বাচনেই 'অধীর-গড়' মুর্শিদাবাদে ঘাঁটি গাড়ে ঘাসফুলশিবির ৷ সেই অর্থে সাগরদিঘি বিধানসভাকেন্দ্রটি তৃণমূলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ সুব্রত সাহার মৃত্যুর পর এই কেন্দ্রে উপনির্বাচন হলেও তা হাতছাড়া করতে নারাজ ঘাসফুলশিবির ৷ তাই ভালো মতো প্রস্তুতি নিয়েই ফের ভোটের ময়দানে নামতে চায় রাজ্যের শাসকদল ৷

তবে, এই প্রেক্ষাপটে জারির হোসেনের বাড়িতে আয়কর অভিযান এবং বিপুল পরিমাণে টাকা উদ্ধার নিঃসন্দেহে তৃণমূলের মাথাব্যথা বাড়িয়েছে ৷ এই অবস্থায় তৃণমূল সুপ্রিমো ঝটিকা সফরে জেলায় এসে কী বলেন, সেদিকেই সকলের নজর থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.