Bomb Blast : সামশেরগঞ্জে ভোটের আগে সিপিএম যুবনেতার বাড়িতে বোমা, কাঠগড়ায় তৃণমূল

author img

By

Published : Sep 24, 2021, 7:05 PM IST

Updated : Sep 25, 2021, 8:14 PM IST

bomb blast in samserganj before assembly election

আগামী 30 সেপ্টেম্বর ভোট হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৷ তার আগেই এলাকার এক সিপিএম নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল ৷ বৃহস্পতিবার রাতের ঘটনায় কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস ৷ অস্বীকার শাসকদলের ৷

সামশেরগঞ্জ, 24 সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচনের আগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Samserganj) ৷ সিপিএম-এর স্থানীয় এক যুবনেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনায় অভিযোগের তির রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ এদিকে, বোমা বিস্ফোরণের পর থেকেই থমথমে গোটা এলাকা ৷

আরও পড়ুন : samserganj : ভোটের মুখে সামশেরগঞ্জে গ্রেফতার দুই বাংলাদেশী অনুপ্রবেশকারী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের নামো চাচণ্ড এলাকার বাসিন্দা তথা সিপিএম-এর যুবনেতা মোজাফ্ফর হোসেনের বাড়ির ছাদে বোমা ছোড়া হয় ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে দাবি মোজাফ্ফর ও তাঁর পরিবারের সদস্যদের ৷ যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ ঘটনার পর নির্বাচন কমিশনে ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেই অনুযায়ী, পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে ৷

সিপিএম যুব সংগঠনের কর্মী মোজাফফর জানান, বৃহস্পতিবার প্রচার সেরে বাড়ি ফেরেন তিনি ৷ এরপর রাতে ঘুমোতে যাওয়ার সময় হঠাৎই বিকট শব্দ শোনা যায় ৷ পরে বুঝতে পারেন, তাঁদের বাড়ির ছাদে বোমা ছোড়া হয়েছে ৷ সেই বোমা ফেটেই তীব্র আওয়াজ হয় ৷ ছাদে বোমা ফাটার দাগও রয়েছে বলে জানিয়েছেন মোজাফ্ফর ৷ তাঁর দাবি, নির্বাচনে সিপিএম প্রার্থীর হয়ে ভোট প্রচার করছেন তিনি ৷ তাই তাঁকে ভয় দেখাতেই হামলা করেছে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : Assembly Election: নির্বাচনের আগে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

এদিকে, এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালেই সিপিএম যুব নেতার বাড়িতে যান সামসেরগঞ্জের সিপিএম প্রার্থী মোদাশ্বার হোসেন ৷ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন বাম প্রার্থী ৷ অন্যদিকে, গ্রামের ভিতর বাড়ির ছাদে বোমা ছোড়ার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ তাঁদের আশঙ্কা, আবার এমন কোনও ঘটনা ঘটলে প্রাণহানিও হতে পারে ৷ তাই দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে পুলিশ পাহারার দাবি তুলছেন তাঁরা ৷ প্রসঙ্গত, আগামী 30 সেপ্টেম্বর ভোট হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৷

Last Updated :Sep 25, 2021, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.