Adhir Chowdhuri : বিশ্বভারতীর অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি অধীরের

author img

By

Published : Sep 10, 2021, 7:22 PM IST

adhir chowdhuri demads mamata banerjee intervention in visva bharati issue

ছাত্র আন্দোলনে দীর্ঘদিন ধরে উত্তাল শান্তিনিকেতন । উপাচার্যের সঙ্গে পড়ুয়াদের মনোমালিন্যে পথে নেমেছেন ছাত্র-ছাত্রীরা ।

বহরমপুর, 10 সেপ্টেম্বর : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলা নিয়ে এবার সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । উপাচার্যের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার পাশাপাশি এই বিশৃঙ্খলা দূর করতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেরও দাবি জানালেন বহরমপুরের সাংসদ । অধীরের বক্তব্য, বিশ্বভারতী শুধু এই রাজ্যের অলংকার নয় ভারতের গর্ব । কবিগুরু রবীন্দ্রনাথের আবেগ, ভালোবাসা, ভাবনা জড়িয়ে রয়েছে এর সঙ্গে । এর গরিমা ফিরিয়ে আনতে নাগরিক সমাজেরও দায় রয়েছে ।

আরও পড়ুন : Bhabanipur By Election : ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী নয়, ঘোষণা অধীরের

ছাত্র আন্দোলনে দীর্ঘদিন ধরে উত্তাল শান্তিনিকেতন । উপাচার্যের সঙ্গে পড়ুয়াদের মনোমালিন্যে পথে নেমেছেন ছাত্র-ছাত্রীরা । এমনকী, হাইকোর্টের বিচারপতিও উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হুঁশিয়ারি দিয়েছেন । এবার উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।

বিশ্বভারতীর অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি অধীরের

এদিন বহরমপুরে তিনি বলেন, ‘‘উপাচার্য যা করছেন, তা ঠিক নয় । উপাচার্য বিশ্বভারতীর বারোটা বাজিয়ে দেওয়ার কাজ করছেন । ভারতবর্ষে বিশ্ববিদ্যালয়গুলি র‍্যাংকিংয়ে বিশ্বভারতী নিচের দিকে আসছে । একদিন যে বিশ্বভারতী পৃথিবীর মানুষের কাছে আইকন ছিল, আজ তা একটা রাজনৈতিক আখড়ায় রূপান্তরিত হয়েছে । আমি বলব, এই সংকট দূর করতে কেন্দ্র-রাজ্যের উদ্যোগ নেওয়া দরকার। বিশ্বভারতী এই রাজ্যের অলংকার ।’’

আরও পড়ুন : Adhir to Amit : লালকুপ থেকে কাকমারি পর্যন্ত রাস্তা তৈরির আর্জি জানিয়ে শাহকে চিঠি অধীরের

অধীর আরও বলেন, ‘‘যা হচ্ছে, তা বিশ্বভারতীর সংস্কৃতি নয় । বিশ্বভারতীর সংস্কৃতি পুলিশ-প্রশাসনের দরকার ছিল না । ছাত্র ভর্তির আকর্ষণ কমেছে । এভাবে চলতে থাকলে আর পাঁচটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনও ফারাক থাকবে না । এই বিশৃঙ্খলা এখনই বন্ধ হওয়া দরকার । বাংলার মুখ্যমন্ত্রী আপনি হস্তক্ষেপ করুন । কেন্দ্রকে বলুন । আমরাও বলব । কারণ, আমি মনে করি বিশ্বভারতী শুধু বাংলার গরিমা নয়, ভারতবর্ষের গৌরব । এটা একটা আইকন । যেখানে কবিগুরু রবীন্দ্রনাথের ভালবাসা, আবেগ, ভাবনা জড়িয়ে রয়েছে ।’’

আরও পড়ুন : Adhir Ranjan Chowdhury : আফগান নাগরিকদের পাশে দাঁড়াক ভারত সরকার, আর্জি অধীরের

পাশাপাশি এদিন ত্রিপুরায় সাংবাদ মাধ্যমের উপর হামলার তীব্র নিন্দা করেছেন অধীর । আফগানিস্তানে সাংবাদিকদের সঙ্গে তালিবানি হামলার সঙ্গে এই ঘটনার তুলনা টেনেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.