Fake Aadhar : প্রচুর ভুয়ো আধার সিম কার্ড-সহ গ্রেফতার তিন

author img

By

Published : Sep 17, 2021, 9:36 PM IST

3 person arrested those who allegedly made fake aadhar card

এর আগে সাগরদিঘি, নবগ্রাম ও সামশেরগঞ্জে জাল আধার কার্ড তৈরির চক্রের হদিশ মিলেছিল ৷ ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে একাধিক জাল আধার চক্রের হদিশ মেলায় পুলিশ-প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে ।

ইসলামপুর, 17 সেপ্টেম্বর : ফের মুর্শিদাবাদে জাল আধার সিম কার্ডের হদিশ মিলল । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আচমকা হানা দিয়ে জাল আধার কার্ড তৈরির চক্রের তিনজনকে গ্রেফতার করল মুর্শিদাবাদের ইসলামপুর থানার পুলিশ ।

আরও পড়ুন : Arms Arrest: দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক বেআইনি অস্ত্রকারবারী

বৃহস্পতিবার রাতে মুফতি ঈদনিয়ারের বাড়িতে হানা দেয় । বাড়িতে তল্লাশি চালিয়ে হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি ল্যাপটপ, তিনটি মোবাইল, দু’টি বায়োমেট্রিক, তিনটি এটিএম কার্ড, 64 টি সিম কার্ড, একাধিক ভুয়ো আধার কার্ড । ধৃতদের নাম মুফতি ঈদনিয়ার শেখ, কবির খান ও শুভ মিঞা । ধৃতদের আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।

এর আগে সাগরদিঘি, নবগ্রাম ও সামশেরগঞ্জে জাল আধার কার্ড তৈরির চক্রের হদিশ মিলেছিল ৷ ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে একাধিক জাল আধার চক্রের হদিশ মেলায় পুলিশ-প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে । জাল আধার কার্ড ও জাল আধার দিয়ে তৈরি নকল সিম কাঁটাতারের বেড়া টপকে বাংলাদেশ যাচ্ছে বলেও তদন্তে উঠে এসেছে ।

আরও পড়ুন : Fake Note : সামশেরগঞ্জে জালনোট-সহ গ্রেফতার 1

পাশাপাশি এই সব নকল তথ্য ও পরিচয় পত্র পেশ করে মুর্শিদাবাদ থেকে একটি চক্র বাংলাদেশীদের পাসপোর্ট তৈরি করে দিচ্ছে বলেও তদন্তে উঠে এসেছে । ইসলামপুরে ধৃত তিন যুবক দীর্ঘদিন ধরে নকল আধার ও সিম কার্ড তৈরির কাজ করত বলে পুলিশি তদন্তে উঠে এসেছে । তাদের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.