Child Fever : মালদা মেডিক্যালে আরও দুই শিশুর মৃত্যু, 72 ঘণ্টায় মৃত পাঁচ

author img

By

Published : Sep 17, 2021, 11:36 AM IST

Updated : Sep 17, 2021, 3:07 PM IST

Child Death

হাসপাতাল সূত্রে খবর, দুই শিশুই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল । যদিও এনিয়ে এখনও পর্যন্ত মালদা মেডিক্যাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

মালদা, 17 সেপ্টেম্বর : ফের মালদা মেডিক্যাল কলজে হাসপাতালে শিশু মৃত্যু ৷ গতকালের পর আজও হাসপাতালে চিকিৎসাধীন দুজন শিশুর মৃত্যুর ঘটনা সামনে এসেছে । এই নিয়ে মেডিক্যালে মোট পাঁচ জন শিশুর মৃত্যু হল । বৃহস্পতিবার শেষ রাতে ও শুক্রবার সকালে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে । মৃতদের একজন ঝাড়খণ্ডের বাসিন্দা । আরও একজন মানিকচকের ভূতনি চরের । হাসপাতাল সূত্রে খবর, দুই শিশুই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল । যদিও এনিয়ে এখনও পর্যন্ত মালদা মেডিক্যাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

উল্লেখ্য, গতকালই সাংবাদিক সম্মেলন করে মালদা মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় ও শিশু বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক সুষমা সাহু জানিয়েছিলেন, মেডিক্যালের শিশু বিভাগে অজানা জ্বরে আক্রান্ত হয়ে কোনও শিশু ভর্তি নেই । বিভাগে খুব বেশি সংখ্যায় শিশুও ভর্তিও নেই । কোনও শিশু করোনা আক্রান্ত নয় । তবে 13টি শিশু করোনা পরবর্তী এমআইএসসি উপসর্গ (multisystem inflammatory syndrome in children) নিয়ে ভর্তি রয়েছে । তাঁরা আরও দাবি করেন, যেভাবে মেডিক্যালের শিশু বিভাগ নিয়ে প্রচার করা হচ্ছে তা সঠিক নয় । পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে । চিকিৎসাধীন কোনও শিশুর জ্বরই অজানা নয় । প্রত্যেকের পরীক্ষা শেষে সঠিক চিকিৎসা শুরু হয়েছে । তবে কয়েকটি শিশুর অবস্থা খুব ভালো নয় বলে জানান তাঁরা ।

আরও পড়ুন : Child Fever : আতঙ্কের কারণ নেই, মালদা মেডিক্যালে চিকিৎসাধীন শিশুরা করোনা আক্রান্ত নয়, বলছে হাসপাতাল কর্তৃপক্ষ

মেডিক্যাল কর্তৃপক্ষের এহেন দাবির পর শুক্রবার সকালে ফের দুজন শিশুর মৃত্যুর ঘটনা সামনে এসেছে । গতকাল বিকেলে ঝাড়খণ্ডের রাজমহল জেলার পরাণপুরের ন’মাসের আসমা খাতুনকে শিশু বিভাগে ভর্তি করা হয় । শিশুটি প্রবল জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল বলে জানিয়েছেন পরিবারের লোকজন । বৃহস্পতিবার শেষ রাতে মারা যায় শিশুটি ৷ একই উপসর্গ নিয়ে বুধবার শিশু বিভাগে ভর্তি করা হয়েছিল মানিকচকের ভূতনি চরের আরও একটি শিশুকে । আজ সকালে তারও মৃত্যু হয়েছে । তবে তার পরিচয় এখনও জানা যায়নি ।

আরও পড়ুন : Suvendu Adhikari: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিশুরা চিকিৎসা পাচ্ছে না ; অভিযোগ শুভেন্দুর

Last Updated :Sep 17, 2021, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.