National Mathematics Convention: জাতীয় মঞ্চে সাফল্যের পর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে মুখিয়ে শোভানগর হাইস্কুলের পড়ুয়ারা

author img

By

Published : Sep 24, 2022, 8:16 PM IST

Updated : Sep 24, 2022, 10:14 PM IST

malda-shobhanagar-high-school-excels-in-16th-national-mathematics-convention

16তম জাতীয় ম্যাথমেটিক্স কনভেশন (16th National Mathematics Convention) এবং রাষ্ট্রীয় শিক্ষিক মহাকুম্ভের উদ্যোক্তা ছিল অল ইন্ডিয়া রামানুজম ম্যাথ ক্লাব ও ন্যাশনাল কাউন্সিল অফ টিচার সায়েন্টিস্ট ৷ সেখানে সাফল্য অর্জন করেছে ইংরেজবাজারের শোভানগর হাইস্কুলের (Malda Shobhanagar High School) শিক্ষক এবং পড়ুয়ারা ৷

মালদা, 24 সেপ্টেম্বর: জাতীয় মঞ্চে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন ইংরেজবাজারের শোভানগর হাইস্কুলের শিক্ষক (Malda Shobhanagar High School) এবং পড়ুয়ারা ৷ পুজোর আগে তাই খুশির হাওয়া বইছে শোভানগর হাইস্কুলে ৷ পড়ুয়াদের সাফল্যে উচ্ছ্বসিত সহপাঠী-সহ স্কুলের হাজার তিনেক পড়ুয়া ৷ তাদের সাফল্য অন্যদেরও উচ্চাশা বাড়িয়ে দিয়েছে ৷ বেশিরভাগ পড়ুয়াই চাইছে, তারাও জাতীয় কিংবা রাজ্যস্তরের কোনও প্রতিযোগিতায় অংশ নেবে ৷ তাদের এই আশা সফল করতে উদ্যোগ নিচ্ছেন শিক্ষকরা ৷ সিলেবাসের পাশাপাশি পড়ুয়াদের অন্যান্য দিকে তৈরি করতে তাঁরা যা প্রয়োজন, সেটাই করবেন বলে ইটিভি ভারতকে জানিয়েছেন প্রধান শিক্ষকত ড. হরিস্বামী দাস ৷

গত 16-18 সেপ্টেম্বর উত্তর প্রদেশের প্রতাপগড়ে 16তম জাতীয় ম্যাথমেটিক্স কনভেশন (16th National Mathematics Convention) এবং রাষ্ট্রীয় শিক্ষিক মহাকুম্ভ অনুষ্ঠিত হয় ৷ দেশের 26টি রাজ্য থেকে বিভিন্ন স্কুল এই কনভেনশনে অংশগ্রহণ করেছিল ৷ সেখানে রাজ্যের একমাত্র প্রতিনিধি ছিল ইংরেজবাজারের শোভানগর হাইস্কুল ৷ প্রতিযোগিতায় অংসখ্য ছাত্রছাত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে পুরস্কৃত হয়েছে শোভানগর হাইস্কুলের মাহিরুজ্জামান এবং মিসবাহুলরা ৷

16তম জাতীয় ম্যাথমেটিক্স কনভেশন এবং রাষ্ট্রীয় শিক্ষিক মহাকুম্ভ উদ্যোক্তা ছিল অল ইন্ডিয়া রামানুজম ম্যাথ ক্লাব ও ন্যাশনাল কাউন্সিল অফ টিচার সায়েন্টিস্ট ৷ দেশের নামী বিজ্ঞানী, শিক্ষক, কেরিয়ার কাউন্সিলর-সহ অনেকে এই কনভেনশনে অংশ নিয়েছিলেন ৷ সেখানে শোভানগর হাইস্কুলের পড়ুয়াদের সাফল্য, অন্যদের স্বপ্ন দেখাতে শুরু করেছে ৷ এ বার অধিকাংশ পড়ুয়া চাইছে জাতীয় কিংবা রাজ্যস্তরের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে ৷ তাই তাদের সেই আশা সফল করতে উদ্যোগ নিচ্ছেন স্কুলের শিক্ষকরাই ৷

malda-shobhanagar-high-school-excels-in-16th-national-mathematics-convention
মালদার শোভানগর হাইস্কুল

পড়ুয়াদের পাশাপাশি, তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম হয়েছেন শোভানগর হাইস্কুলের শিক্ষক সোমনাথ চট্টোপাধ্যায় ৷ তাঁরা কয়েকদিন আগেই প্রতাপগড় থেকে ফিরেছেন ৷ সঙ্গে নিয়ে এসেছেন ভবিষ্যতের একরাশ স্বপ্ন ৷ আজ প্রধান শিক্ষক ড. হরিস্বামী দাস ফোনে ইটিভি ভারতকে জানান, “উত্তরপ্রদেশ থেকে ফিরে আসার পরেই স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করতে হয়েছিল আমাদের ৷ স্কুলের পড়ুয়াদের সবাই ওই চার ছাত্র ও শিক্ষকের বক্তব্য শুনতে চেয়েছিল ৷ ওই অনুষ্ঠানে পুরস্কৃত শিক্ষক ও পড়ুয়াদের আমরা সংবর্ধনাও দিয়েছি ৷’’

আরও পড়ুন: পরিবেশ নিয়ে গবেষণার জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন মালদার অন্বেষা

প্রধান শিক্ষক জানিয়েছেন, ‘‘প্রতাপগড়ে আমাদের স্কুলের আরও কয়েকজন ছাত্রের যাওয়ার কথা ছিল ৷ কোনও কারণে তারা যেতে পারেনি ৷ সেদিন তারা এ নিয়ে খুব আফসোস প্রকাশ করেছে ৷ প্রতিযোগিতায় অংশ নেওয়া ছেলেরা সবাইকে জানায়, উত্তরপ্রদেশে গিয়েই তারা বুঝেছে, তাদের পড়াশোনার মানটা ঠিক কোথায় ৷ অনেক ছাত্র এ বার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে চাইছে ৷ ওই অনুষ্ঠানেই আমাদের সবাইকে প্রতিশ্রুতি দিতে হয়েছে, আগামী বছর গুজরাতে অনুষ্ঠিত হতে চলা এই প্রতিযোগিতায় আমাদের স্কুলের পড়ুয়াদের পাঠাতে হবে ৷ আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল ৷ পড়ুয়াদের তৈরি করার দায়িত্ব তো আমাদেরই ৷ উৎসাহ যেখানে থাকে, সেখানে কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না ৷ আমরা জেলা, রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতার জন্য পড়ুয়াদের তৈরি করব ৷’’

Last Updated :Sep 24, 2022, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.