Left-Congress Alliance: আর বামেদের হাত ধরে নয়, পৌর নির্বাচনে একলা লড়তে চায় কংগ্রেস

author img

By

Published : Nov 23, 2021, 8:50 PM IST

Updated : Nov 23, 2021, 9:00 PM IST

Left and congress may go solo for upcoming municipal election breaking years long alliance

বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর থেকেই ‘একলা চলো’ নীতির পক্ষে সওয়াল উঠছে বাম-কংগ্রেস (Left Congress Allince) দুই শিবিরেই । পৌরসভা নির্বাচনের আগে সেই দাবিকে সমর্থন করতে দেখা গিয়েছে অধীর রঞ্জন চৌধুরীকেও (Adhir Ranjan Chowdhury)।

মালদা, 23 নভেম্বর: বিধানসভা নির্বাচন পর্ব এখন ইতিহাস । আসন্ন পৌর নির্বাচনে ‘একলা চলো’ নীতি নিয়েই চলবে কংগ্রেস ৷ শুধু কলকাতা এবং হাওড়া নয়, জেলা পৌরসভা নির্বাচনেও বামেদের হাত ছেড়ে (Left-Congress Alliance) একাই লড়বে দলে ৷ জেলায় পৌর নিরবাচনের (Malda Municipal Election) আগে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) দাওয়াইয়ে ভরসা রেখে এ বার এমনটাই জানিয়ে দিল মালদা কংগ্রেস ৷ ইংরেজবাজারের 29টি ও পুরাতন মালদায় 20টি ওয়ার্ডে একা লড়াই করার পক্ষে তারা ৷

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে বৈঠক সেরে পেলেছেন মালদা জেলার কংগ্রেস নেতৃত্ব ৷ যদিও এ নিয়ে প্রশ্ন করলে সাবধানী জবাব দেন দলের নেতা ইশা খান চৌধুরী ৷ তিনি বলেন, ‘‘আমরা এখনও জোট নিয়ে সিদ্ধান্ত নিইনি ৷ আলোচনা চলছে ৷ তবে প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশ মেনেই চলব ৷ নিজেদের ক্ষমতাটাও জানা প্রয়োজন আমাদের ৷ জোটে লড়লে পায়ের তলার মাটি কতটা শক্ত, তা জানা সম্ভব নয় ৷’’

আরও পড়ুন: Cooch Behar TMC Clash: কর্মাধ্যক্ষ বহিষ্কার ইস্যুতে ফের জেলা সভাপতিকে তোপ তৃণমূল বিধায়কের

পৌর নির্বাচনে একা লড়া নিয়ে আলোচনার প্রসঙ্গ তুললে ইশা বলেন, ‘‘এক দফা আলোচনা হয়েছে বটে আমাদের ৷ তাতে অধিকাংশ নেতা-সদস্যই একা লড়ার পক্ষে সওয়াল করেছেন ৷ কারণ একা লড়লেও জেলার দুই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিজেদের প্রার্থী দিতে পারব আমরা ৷ তবে পরিস্থিতি যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ আলোচনা হবে হাইকম্যান্ডের সঙ্গেও ৷’’

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে, জেলা বামফ্রন্টের আহ্বায়ক সদস্য অম্বর মিত্র বলেন, ‘‘বাম-কংগ্রেসের নির্বাচনী বোঝাপড়া হয়েছিল, জোট নয় ৷ সংযুক্ত মোর্চা ছেড়ে যে কোনও দল একলা চলতেই পারে । বামফ্রন্টও জেলার দুই পৌরসভায় একা লড়তে প্রস্তুত ৷ শুধু পৌর নির্বাচন নয়, আগামী দিনে প্রতিটি ভোটেই বামফ্রন্ট একা লড়াই করবে । বিজেপি-কে রুখতে সকলে মিলে সংযুক্ত মোর্চা গড়ে তোলা হয়েছিল । কংগ্রেস যদি এখন মোর্চায় না থাকতে চায়, সেটা তাদের নিজেদের সিদ্ধান্ত । এর সঙ্গে ভোটে ফলাফলের কোনও যোগ নেই ৷ কংগ্রেসের সঙ্গে বামেদের শুধুই আসনের রফা হয়েছিল । কংগ্রেস একলা চলো নীতি নিলে, বামফ্রন্টও একাই লড়বে ৷”

আর বামেদের হাত ধরে নয়, পৌর নির্বাচনে একলা লড়তে চায় কংগ্রেস

আরও পড়ুন: Howrah TMC Leader Murder : হাওড়ার তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদককে গুলি করে খুন

2015 সাল থেকে বামেদের সঙ্গে গাঁটছড়া বেঁধে নির্বাচনে লড়ে আসছে কংগ্রেস । এই মালদা জেলা থেকেই তাদের জোটের সূত্রপাত ৷ বিধানসভা এবং লোকসভা নির্বাচনেও তার ব্যাতিক্রম হয়নি ৷ 2021-এর বিধানসভা ভোটে এই জোটে সামিল হয় আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) ৷ কিন্তু ত্রয়ী মিলেও বিধানসভা নির্বাচনে কোনও দাগই কাটতে পারেনি ৷ আইএসএফ যা-ও বা একটি আসন পেয়েছে, বাম-কংগ্রেস নেমে গিয়েছে শূন্যে ৷

এর পর থেকেই বাম এবং কংগ্রেসে ‘একলা চলো’ নীতির পক্ষে সওয়াল ওঠে ৷ অধীর নিজে সেই নীতিতে সমর্থন জানান ৷ পৌর নির্বাচনের আগেও তাই সেই নীতির পক্ষে সওয়াল আসতে চলেছে জেলা থেকেও ৷

Last Updated :Nov 23, 2021, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.