Correctional Home: মালদায় বাড়ছে সংশোধনাগারের পরিকাঠামো

author img

By

Published : May 12, 2022, 4:38 PM IST

Correctional Home Infrastructure Increased

রাজ্য সরকারের উদ্যোগে বাড়ছে মালদা সংশোধনাগারের পরিসর ৷ বন্দিদের পর্যাপ্ত থাকার পরিসর দিতেই বাড়ছে সংশোধনাগারের আয়তন (Correctional Home Infrastructure Increased)৷

মালদা, 12 মে : সরকারী উদ্যোগে শুরু হয়েছে সংশোধনাগারের পরিকাঠোমো উন্নয়নের কাজ ৷ মালদা জেলা সংশোধনাগারে পরিকাঠামো রয়েছে 272 জন বন্দির ৷ যার মধ্য়ে মহিলা বন্দি 24 জন ও পুরুষ বন্দি 248 জন থাকতে পারে ৷ কিন্তু সংশোধনাগারে বর্তমান বন্দির সংখ্য়া 978 জন ৷ তাই পরিসর বাড়াতে উদ্যোগী হল রাজ্য সরকার ৷ যদিও করোনাকালে মহিলা বন্দিদের বালুরঘাট সংশোধনাগার পাঠানো হয়েছে । সেখানে বেশি সংখ্যক মহিলা বন্দিদের থাকার ব্যবস্থা রয়েছে । করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই তাদের আবার এই সংশোধনাগারে ফিরিয়ে আনা হবে (Correctional Home Infrastructure Increased)৷

পরিকাঠামোর পাশাপাশি বন্দিদের সর্বাঙ্গীন বিকাশে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার ৷ রাজ্যের উদ্যোগে যোগা প্রশিক্ষণ শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আইনি সচতেনতা প্রসার শিবিরের আয়োজন করা হয়েছে ৷ 5 মে শুরু থেকে শুরু হওয়া এই যোগা প্রশিক্ষণ শিবির চলবে 6 জুন পর্যন্ত ৷ এছড়াও বন্দিদের মানসিক স্বাস্থ্য পরীক্ষারও ব্য়বস্থা থাকবে ৷

মালদায় বাড়ছে সংশোধনাগারের পরিকাঠামো

আরও পড়ুন : দশ বছর পর শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে চালু হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র

বুধবার থেকে শুরু হওয়া স্বাস্থ্য শিবিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন বহরমপুর রেঞ্জের ডিআইজি (কারা) গৌতম মণ্ডল, মালদা জেলা সংশোধনাগারের সুপারিনটেডেন্ট বিশ্বরূপ বিশ্বাস-সহ সংশোধনাগারের অন্যান্য আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.