Vulgar Dance : হাতে সিগারেট, 'দশভুজা মমতা'র সামনেই তৃণমূল নেতার অশ্লীল নাচ

author img

By

Published : Sep 13, 2021, 10:38 PM IST

controversy on vulgar dance by tmc leader of malda during ganesh puja programme

পুজো উপলক্ষে গতকাল রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ । আর তাতেই বিতর্কের সূত্রপাত । দেখা গেল, চটুল হিন্দি-বাংলা গানের সঙ্গে চলছে অশ্লীল নৃত্য । একসময় মঞ্চে নাচের তালে পা মেলালেন স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতা । তাঁদের একজনের মুখে সিগারেট, কোমরে বাঁধা জামা ।

মালদা, 13 সেপ্টেম্বর : গণেশ পুজোয় মুখ্যমন্ত্রীকে দুর্গার অবয়বে উপস্থাপন করে বিতর্কের জন্ম দিয়েছিল শাসকদল । সেই বিতর্কের আগুনে এবার ঘি পড়ল । দুর্গাবতারে মুখ্যমন্ত্রীর মূর্তির সামনেই রাতভর বাজল চটুল গান ৷ সঙ্গে উদ্দাম অশ্লীল নাচ । মঞ্চে মুখে সিগারেট নিয়ে সেই নাচে অংশ নিলেন এলাকার এক তৃণমূল নেতা । ছিলেন শাসকদলের আরও কয়েকজন নেতা । মঞ্চের সামনে বসে সেই দৃশ্য দেখছে বয়স্ক থেকে কচিকাঁচারা । এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি । গোটা ঘটনাকে কুরুচিকর সংস্কৃতি বলে মন্তব্য করেছেন খোদ ব্লক তৃণমূলের সভাপতি ।

হরিশ্চন্দ্রপুরের বারোডাঙায় এবারই প্রথম গণেশপুজোর আয়োজন করে জাগরণ সংঘ । ক্লাব কর্তৃপক্ষের সবাই তৃণমূল নেতা । ক্লাব সম্পাদক বুলবুল খান খোদ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক । শুক্রবার পুজোর উদ্বোধনে এসেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল, টিএমসিপির জেলা সভাপতি প্রসূন রায় সহ আরও অনেকে । প্রথমবারের গণেশপুজোয় এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দশভূজায় রূপ দেওয়া হয় । তাঁর গায়ে নীলপেড়ে সাদা শাড়ি । আট হাতে সরকারি বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ড । তিনি দুই হাতে কোলে সামলে রেখেছেন গণেশকে । ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, মুখ্যমন্ত্রী যেভাবে গত 10 বছর ধরে রাজ্যবাসীকে বিভিন্ন জনহিতকর প্রকল্পে মানুষের সমস্যা দূর করছেন, যেভাবে রাজ্যকে বিভিন্ন ঝড়ঝাপটা থেকে রক্ষা করে চলেছেন, তাতে তিনি মা ছাড়া আর কিছু নন । তাই তাঁর মাতৃ অবয়ব মণ্ডপে তুলে ধরা হয়েছে ।

পুজো উপলক্ষে গতকাল রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ । আর তাতেই বিতর্কের সূত্রপাত । দেখা গেল, চটুল হিন্দি-বাংলা গানের সঙ্গে চলছে অশ্লীল নৃত্য । একসময় মঞ্চে নাচের তালে পা মেলালেন স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতা । তাঁদের একজনের মুখে সিগারেট, কোমরে বাঁধা জামা । সব দেখে ছি ছি পড়েছে এলাকায় । তবে বিতর্ক শুরু হতেই আর দেখা যায়নি ক্লাব সম্পাদক কিংবা অন্য কোনও সদস্যকে ।

আরও পড়ুন : Abhishek Banerjee : ভয় পেয়েই ত্রিপুরায় অভিষেকের পদযাত্রা রুখতে মরিয়া বিজেপি, তোপ কুণালের

কংগ্রেসের অঞ্চল সভাপতি আবদুস সুভান বলেন, "তৃণমূলের নেতা-কর্মীরা দিদিকে নাকি দুর্গা মনে করেন । সেই দিদির সামনেই গতকাল তাঁরা ছোট ছোট বাচ্চাদের সামনে অশ্লীল নাচ-গানে মঞ্চ মাতালেন । এমন ঘটনা বিশ্বাস করতে পারছি না । হরিশ্চন্দ্রপুরের কেউ এই ঘটনা মেনে নেবেন না । তাঁরা তৃণমূলকে খুব তাড়াতাড়ি বিদায় জানাবেন । আমরা দুর্গা প্রতিমাকে পুজো করি । আনন্দ করি । পুজোর পর প্রতিমা বিসর্জন করি । এখানকার তৃণমূল নেতা-কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন । আমার মনে হয়, অল্পদিনের মধ্যেই তিনি বিসর্জিত হবেন ।"

এই ঘটনায় গর্জে উঠেছেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল । তিনি বলেন, "ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সংস্কৃতিতে ধাক্কা দিয়েছেন । এখন যা চলছে, সব অপসংস্কৃতি । তার নিকৃষ্টতম নমুনা মিলল হরিশ্চন্দ্রপুরে । সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বানানো হয়েছে । তাঁর কোলে গণেশকে বসানো হয়েছে । এটা সংস্কৃতির চরম অবনমন । পুজোর মঞ্চে সারারাত ক্যাবারে ডান্স হয়েছে । এভাবে সমাজকে দূষিত করা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার আবেদন, দয়া করে এসব বন্ধ করুন । ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবেন না । নইলে আমরা গর্জে উঠব । প্রশাসনও এসব মানতে পারছে না । ওই পুজোর সম্পাদক জেলা তৃণমূলেরও সম্পাদক । তাঁর উসকানিতেই এসব হচ্ছে ।"

সিগারেট হাতে তৃণমূল নেতার অশ্লীল নাচ

আরও পড়ুন : Election: 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের দাবিতে কমিশনে বিজেপি

বিষয়টি যে ঠিক হয়নি তা মেনে নিচ্ছেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মানিক দাসও । তবে এর জন্য কী ব্যবস্থা নেওয়া হবে তা জানাতে পারেননি তিনি । মানিক দাস বলেন, "গতকালের বিষয়টি আমি শুনেছি । যা ঘটেছে তা ঠিক হয়নি । এমন কাজ করে তৃণমূল দলকেই বদনাম করা হচ্ছে । দল এমন কাজকর্মকে প্রশ্রয় দেয় না । এসব অপসংস্কৃতির পরিচয় । দল গোটা বিষয়টি জেনেছে । দল নিশ্চয়ই এনিয়ে ব্যবস্থা নেবে । যেভাবে মঞ্চে চটুল গানের সঙ্গে অশালীন নাচ করা হয়েছে তা কুৎসিত । এটা কিছুতেই গ্রহণযোগ্য নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.