Newborn Baby Rescued: মালদায় জঙ্গল থেকে সদ্যোজাতকে উদ্ধার করল সিভিককর্মী

author img

By

Published : Sep 30, 2022, 8:48 PM IST

Updated : Sep 30, 2022, 9:00 PM IST

Malda Newborn Baby Rescued

পুজোর মাঝেই জঙ্গল থেকে সদ্যোজাত কন্যা উদ্ধার (Civic Volunteers Rescued Newborn Daughter) ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের মালতিপুর সংলগ্ন মালাহার গ্রামে ৷ শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে খবর ৷

মালদা, 30 সেপ্টেম্বর: বোধনের আগেই যেন বিসর্জন ৷ দেবীপক্ষেই আত্মজাকে পরিত্যাগ করলেন এক মা ৷ জঙ্গল থেকে ওই সদ্যোজাত কন্যাকে উদ্ধার করেছিলেন গ্রামবাসীরা ৷ তাকে কোলে তুলে হাসপাতালে পৌঁছে দিলেন এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteers) ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের মালতিপুর সংলগ্ন মালাহার গ্রামে ৷ বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে রয়েছে ওই সদ্যোজাত (Civic Volunteers Rescued Newborn Daughter) ৷ বর্তমানে সুস্থ রয়েছে শিশুটি বলে খবর ৷

সদ্যোজাতকে উদ্ধারকারী চাঁচল থানার সিভিক ভলান্টিয়ার মোশারফ হোসেন বলেন, "সকাল 11টা নাগাদ হঠাৎ শুনি, গ্রামবাসীরা নাকি জঙ্গল থেকে একটি বাচ্চাকে উদ্ধার করে আমগাছের নীচে রেখে দিয়েছে ৷ কান্নার আওয়াজ শুনেই তাঁরা বাচ্চাটিকে সেখান থেকে উদ্ধার করে ৷ সেই খবর পেয়েই আমি সেখানে যাই ৷ তখনও বাচ্চাটি মাটিতে পড়েছিল ৷ বাচ্চাটি মেয়ে ৷ পুরোপুরি সুস্থ ৷ মনে হচ্ছে আজই জন্মেছে ৷ এরপর আমি গ্রামবাসীদের থেকে বাচ্চাটিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসি ৷ কে বা কারা, কেন বাচ্চাটিকে জঙ্গলে ফেলে গিয়েছে তা এখনও জানতে পারিনি ৷ তবে তা জানার চেষ্টা করা হচ্ছে ৷"

মালদায় সদ্যোজাত কন্যা উদ্ধার

আরও পড়ুন: ফেলে গিয়েছিলেন মা, হাসপাতালে 'খুশি'র মুখে মাছ-ভাত

এ নিয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, "এমন ঘটনা একেবারেই কাম্য নয় ৷ মেয়েরা এখন বেশিরভাগ জায়গায় এগিয়ে ৷ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন নারী ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একজন মহিলা ৷ যে বা যারা এই সদ্যোজাত কন্যাসন্তানকে জঙ্গলে ফেলে গিয়েছে, তাদের ধিক্কার জানাই ৷ বাচ্চাটিকে সুস্থ অবস্থাতেই ফেলে রেখে যাওয়া হয়েছিল ৷ গ্রামবাসীর থেকে সিভিক ভলান্টিয়ার হাসপাতালে নিয়ে আসে ৷ এর জন্য আমি চাঁচলের পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ বাচ্চাটিকে আমরা এমন জায়গায় রাখতে চাই যাতে ওর কোনও অসুবিধা না হয় এবং শিশুটিকে আমরা সঠিকভাবে মানুষ করার চেষ্টা করব ৷"

Last Updated :Sep 30, 2022, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.