Malda Flood Search Warrant : বন্যার ক্ষতিপূরণ দুর্নীতির অভিযোগে ফেরার তৃণমূলি প্রধানের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি

author img

By

Published : Nov 16, 2021, 12:43 PM IST

অভিযুক্ত সোনামণি সাহা

2017 সালে বন্যা দুর্গতদের জন্য বরাদ্দ করা টাকা নিজের নামের অ্যাকাউন্টে পাঠিয়েছেন পঞ্চায়েতের তৃণমূল প্রধান ৷ তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগে মামলা চলছে কলকাতা হাইকোর্টে ৷ কিন্তু তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না ৷

মালদা, 16 নভেম্বর : বন্যার ক্ষতিপূরণ দুর্নীতির অভিযোগে ফেরার তৃণমূল প্রধানের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করল কলকাতা হাইকোর্ট । আদালতের সেই নির্দেশ পলাতক প্রধানের বাড়ির দেওয়ালে সাঁটিয়ে এসেছে পুলিশ । ঘটনার পর থেকে নিখোঁজ পঞ্চায়েত সমিতির সভাপতিও ।

উল্লেখ্য, 2017-র ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হন বহু মানুষ । রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ঘোষণা করা হয় । অভিযোগ, হরিশ্চন্দ্রপুরের বরুই গ্রাম পঞ্চায়েত প্রধান ক্ষতিপূরণের টাকা ভুয়ো অ্যাকাউন্টে পাঠিয়ে আত্মসাৎ করেন । প্রায় 76 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হরিশ্চন্দ্রপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আবদুল মান্নান । পরে জেলা প্রশাসনের পক্ষ থেকেও পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দেন অভিযুক্ত প্রধান সোনামণি সাহা । পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয় পঞ্চায়েত প্রধান ঘটনার পর থেকে নিখোঁজ । এরপর আদালতের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করা হয় ৷

আরও পড়ুন : MALDA FLOOD: মালদায় বন্যায় ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়ায় দুর্নীতি, রাজ্যকে তুলোধোনা হাইকোর্টের

প্রশাসন ও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, 2017-য় মহকুমাজুড়ে ভয়াবহ বন্যায় আংশিক ক্ষতিগ্রস্তদের জন্য 3 হাজার 300 টাকা ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের জন্য 70 হাজার টাকা বরাদ্দ করা হয় । বরুইয়ে বন্যায় মোট 7 হাজার 394 জন ক্ষতিগ্রস্ত হন । সেই তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকে ক্ষতিপূরণের টাকা না পাওয়ার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হন ।

হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস বলেন, "পুরো বিষয়টা আদালতে বিচারাধীন । আইন আইনের পথে চলবে । দল কোনওরকম দুর্নীতিকে সমর্থন করে না ।" বিজেপির মণ্ডল সভাপতি রূপেশ আগরওয়াল বলেন, "বরুইয়ের তৃণমূল প্রধান সোনামণি সাহা । ওনার বিরুদ্ধে বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের মামলা হয়েছে । এই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছে । এদের ধরলে তৃণমূলের যে সব বড় নেতা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের নামও উঠে আসবে । শুধু এই ব্লক নয়, অন্য ব্লকের দুর্নীতিতেও তৃণমূলের বড় বড় নেতারা জড়িত রয়েছেন । সমস্ত পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে । পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাসের বিরুদ্ধেও সার্চ ওয়ারেন্ট জারি হতে পারে । রাজ্যের ক্ষমতায় এই সরকার আসার পর থেকেই দুর্নীতি শুরু হয়েছে । মানুষ সব বুঝতে পারছেন । আগামী দিনে এই সরকার আর থাকবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.