BJP MLA New Initiative : পুজোর আগে ঝাড়ু হাতে রাস্তা সাফাইয়ে নামলেন বিজেপি বিধায়ক

author img

By

Published : Sep 25, 2022, 12:32 PM IST

BJP MLA cleans roads with broom in Malda

ঝাড়ু হাতে বর্জ্য তুলতে দেখা গেল শ্রীরূপা মিত্র চৌধুরীকে (Sreerupa Mitra Chaudhury) ৷ এই কাজ করে রেল মারফত পৌরসভা ও প্রশাসনকে বার্তা দিলেন ইংরেজবাজারের বিধায়ক ৷

মালদা, 25 সেপ্টেম্বর: সাফাই অভিযানে নামলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী (Sreerupa Mitra Chaudhury) ৷ মালদা শহরের রথবাড়ি জৈব বর্জ্য সংগ্রহ করে তা থেকে জ্বালানির গ্যাস তৈরির বার্তাও বলেন তিনি ৷

জৈব বর্জ্য দিয়ে বায়ো গ্যাস তৈরির দিশা দেখিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ ৷ এবার শহরের আবর্জনা যেখানে সেখানে না ফেলে সেই আবর্জনা দিয়ে বায়ো গ্যাস তৈরির মডেল সামনে আনলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, আজ থেকে সেই প্রক্রিয়া শুরু হবে ৷ মালদা শহরের তিনটি অ্যাপার্টমেন্ট দত্তক নিয়ে সেই অ্যাপার্টমেন্টের জৈব বর্জ্য সংগ্রহ করে প্রতিদিন রেলওয়ে গারবেজ ডিসপোজাল ও বায়ো গ্যাস প্রসেস সেন্টারে পাঠানো হবে ৷ আজ সকাল থেকে সেই প্রক্রিয়া শুরু করলেন বিধায়ক (BJP MLA cleans roads with broom in Malda) ৷

ঝাড়ু হাতে স্বচ্ছভারত অভিযান মালদার বিজেপি বিধায়কের

শ্রীরূপা বলেন, "আজ 30 জন ভলান্টিয়ার ও ভারতীয় রেলের কিছু অফিসারদের নিয়ে স্বচ্ছভারত অভিযান চালানো হচ্ছে ৷ এই রথবাড়ি বাজার সংলগ্ন এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় ৷ প্রতিদিন সেই বর্জ্য তোলা হয় না ৷ যখনই সেই বর্জ্য তোলা হয়, তা শহরের কোনো কোনায় কিংবা গ্রামাঞ্চলে ফেলে দেওয়া হয়৷ ইংরেজবাজার পৌরসভার কাছে বর্জ্য রিসাইকেল প্রসেস নেই ৷ রেলের সঙ্গে যুক্ত হয়ে আমরা গারবেজ ডিসপোজাল ও বায়ো গ্যাস প্রসেস সেন্টার তৈরি করা হয়েছে ৷ প্রতিদিন সেখানে 750 কেজি জৈব বর্জ্য থেকে বায়ো গ্যাস তৈরি হতে পারে৷ ৬ মাস আগে সেই প্রসেসিং ইউনিটের উদবোধন করা হয়েছে ৷ গত 6 মাস ধরে সেখানে ট্রায়াল চালানো হয়েছে ৷ আজ থেকে তা সেই ইউনিট পুরোপুরিভাবে ব্যবহার করা হবে ৷"

আরও পড়ুন: মহালয়ার ভোরে তর্পণ করতে মানুষের ভিড় মালদার মিশন ঘাটে

তিনি আরও বলেন, "শুধুমাত্র এই ইউনিট দিয়ে পুরো শহরের আবর্জনা সাফাই করা যাবে না ৷ তার জন্য বড়ো ডিজপোজাল ইউনিটেরও প্রয়োজন ৷ তবে এই মডেল দেখে পৌরসভা ও প্রশাসন এ ধরণের প্রসেসিং ইউনিট তৈরি করুক ৷ সরকারিভাবে অনেক ফান্ড দেওয়া হয়, সেই ফান্ড নষ্ট না করে এই ইউনিট তৈরি করুক ৷ শুধু জৈব বর্জ্য নয়, প্লাস্টিক স্ক্র্যাপ ইউনিট তৈরি করেও শহরকে সাফাই করতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.