Child Body Recovered in Malda: 48 ঘণ্টা পর নিখোঁজ কিশোরীর শিয়ালে খুবলানো দেহ উদ্ধার

author img

By

Published : Sep 27, 2022, 1:22 PM IST

After 48 hours body of missing girl recovered from drain

48 ঘণ্টা পর কিশোরীর শিয়ালে খুবলানো দেহ উদ্ধার হল মালদায় (Child Body Recovered) ৷ রবিবার দুপুরে নিখোঁজ হয়ে যায় ছ'বছরের সিদ্দিকা খাতুন ৷

মালদা, 27 সেপ্টেম্বর: নিখোঁজ হওয়ার 48 ঘণ্টারও বেশি সময় পর বাড়ি থেকে শ'তিনেক মিটার দূরে একটি বদ্ধ জলাশয় থেকে উদ্ধার হল নাবালিকার মৃতদেহ ৷ গতকাল রাতে শিয়ালের দলই মেয়েটির মৃতদেহের হদিশ দেয় ৷ ওই জলাশয় থেকে বাচ্চাটির দেহ খুবলে খাচ্ছিল তারা ৷ সেই দৃশ্য দেখে ফেলেন রাস্তার ধারে আড্ডারত গ্রামেরই কিছু যুবক ৷ শেষ পর্যন্ত তাঁরা দেহটি উদ্ধার করেন ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে (Malda Medical) পাঠিয়েছে পুলিশ ৷

উল্লেখ্য, রবিবার দুপুরে বৃষ্টিতে ভিজে বন্ধুদের সঙ্গে খেলছিল মানিকচক ব্লকের চৌকি মিরজাদপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের ছ'বছরের কিশোরী সিদ্দিকা খাতুন ৷ খেলার সময় অসাবধানতাবশত সে নির্মীয়মান হাইড্রেনে পড়ে যায় ৷ তার বন্ধুরা বিষয়টি অভিভাবকদের জানায় ৷ এরপরেই শুরু হয় খোঁজাখুঁজি ৷ খবর দেওয়া হয় মানিকচক থানায় ৷ পুলিশও সিদ্দিকার খোঁজ চালাতে থাকে ৷ আর্থ মুভার দিয়ে খুলে ফেলা হয় হাইড্রেনের ঢাকা ৷ কিন্তু সেখানে সিদ্দিকার সন্ধান মেলেনি ৷

সোমবার সিদ্দিকার খোঁজে গ্রামে নামানো হয় পুলিশ কুকুরও ৷ কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয় ৷ তার বাবা সংবাদমাধ্যমের কাছে আশঙ্কা করেন, তাঁর মেয়ে হয়তো অপহরণ করা হয়েছে ৷ শেষ পর্যন্ত রাত 10টা নাগাদ বাড়ির অদূরে একটি বদ্ধ জলাশয় থেকে তার দেহ উদ্ধার হয়েছে (After 48 hours body of missing girl recovered) ৷

গ্রামের যুবক ইউসুফ আলি বলেন, "রাতে আমরা কয়েকজন মালদা-মানিকচক রাজ্য সড়কের পাশে বসে গল্প করছিলাম ৷ হঠাৎ কোনও কিছু টানাটানির শব্দ পাই ৷ সেই শব্দ শুনে ওই জলায় একজন টর্চের আলো ফেলেন ৷ তখনই দেখা যায়, শিয়ালের দল কিছু টানাটানি করছে ৷ ভালো করে দেখি, শিয়াল একটি দেহ ধরে টানছে ৷ আমরা সেদিকে দৌড়ে যেতেই শিয়ালের দল পালিয়ে যায় ৷ আমরা পুলিশকে ফোন করি ৷ প্রথমে পুলিশ জানায়, দেহটি আমরা যেন জলা থেকে না তুলি ৷ খানিক বাদে অবশ্য পুলিশ আমাদের সেই অনুমতি দেয় ৷ আমরা দেহটি তুলে রাস্তার ধারে নিয়ে আসি । মেয়েটি জলে ডুবেই মারা গিয়েছে ৷"

আরও পড়ুন: স্কুলের গেট থেকে ছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দেহ উদ্ধারের পর সিদ্দিকার বাবা মহম্মদ গিয়াসুদ্দিন বলেন, "মেয়ের দেহ শনাক্ত করতে পেরেছেন ৷ শিয়ালের জন্যই মেয়ের দেহের হদিশ পাওয়া গিয়েছে ৷ রাস্তার ওপারে বদ্ধ জলা থেকে দেহটি উদ্ধার হয়েছে ৷ হাইড্রেন দিয়েই মেয়ের দেহ সেখানে ভেসে গিয়েছে ৷ পুলিশ দেহ নিয়ে গিয়েছে ৷ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.