West Bengal Weather Forecast : রাতে পারদ নামলেও শীত এখনও দূরে, বলছে হাওয়া অফিস

author img

By

Published : Nov 26, 2021, 6:40 AM IST

weather of west bengal

রাতের দিকে গায়ে চাদর জড়িয়ে ভাবছেন তো শীত পড়ে গিয়েছে ? তবে আপনাকে এখনও অপেক্ষার প্রহর গুনতে বলছে আলিপুর আবহাওয়া অফিস ৷

কলকাতা, 26 নভেম্বর : দেরিতে হলেও ধীরে ধীরে নিচে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ ৷ গত দুদিনে পারদের এই ওঠা নামা দেখলেই তা বোঝা যাবে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপে বাধাপ্রাপ্ত না হলে পারদের এই নিম্নমুখী যাত্রা অব্যাহত থাকবে । ফলে শীতের সঙ্গে দূরত্ব কমবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের (West Bengal Weather News) ।

যদিও জেলা শহরগুলোতে ভোর এবং রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে । আজ কলকাতা শহরে রৌদ্রজ্জ্বল আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের তুলনায় প্রায় এক ডিগ্রি কমে 19.7 ডিগ্রি সেলসিয়াসে নামবে, যদিও তা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি ।

আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90 শতাংশ হওয়ায় বেলা বাড়ার সঙ্গে গরমের অস্বস্তি অল্প হলেও থাকবে । বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । প্রাক শীতপর্ব কাটিয়ে শীতের আগমন কবে এই প্রশ্নের উত্তর হাওয়া অফিস নির্দিষ্ট করে বলতে পারেনি । তবে মনে করা হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শহর কলকাতা ঠান্ডা অনুভব করবে । তাই শীত যেমন খানিকটা দূরত্ব কমানোর ইঙ্গিত দিচ্ছে তাতে এখনই আনন্দ করার বদলে অপেক্ষার রাস্তায় হাঁটতে চাইছে আলিপুর আবহাওয়া অফিস (Regional Meteorological Centre in Alipore) ।

আরও পড়ুন : Fishermen get Hilsa in off season : অসময়ে জালে ধরা পড়ল ইলিশ, খুশি মৎস্যজীবীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.