West Bengal Weather Update: একধাক্কায় 3 ডিগ্রি পারদ পতন, বঙ্গে শীত ফেরার ইঙ্গিত

West Bengal Weather Update: একধাক্কায় 3 ডিগ্রি পারদ পতন, বঙ্গে শীত ফেরার ইঙ্গিত
দু'দিন ধরে পারদ ঊর্ধ্বমুখী হলেও গতকাল ফের এক ধাক্কায় বেশ কিছুটা কমেছে কলকাতার তাপমাত্রা। আর তাতেই শীত অনুভূত হতে চলছে বঙ্গবাসীর ৷ উত্তর থেকে দক্ষিণ কুয়াশার চাদরে মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হবে, আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই জানিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Report) ৷
কলকাতা, 21 জানুয়ারি: শীত কি গতিপথ বদলে নিজের ছন্দে ফেরার চেষ্টা করছে? মাঘের শীত কি এবার সত্যি সত্যি বাঘের গায়েও অনুভূত হবে? শুক্রবার ঠান্ডার গতিপ্রকৃতি বদলে এইসব প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। কারণ গতকাল বঙ্গে একধাক্কায় 3 ডিগ্রি পারদ নেমেছে ৷ আগামী 24 ঘণ্টাতেও শীতের কামড়ই বজায় থাকবে। সপ্তাহান্তে শীতের প্রত্যাবর্তনের আগাম পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। 24 ঘণ্টা আগেও হাওয়া অফিসের পূর্বাভাস ছিল পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। ফলস্বরূপ তাপমাত্রার পারদ চড়বে। কিন্তু শুক্রবার দুপুরেই চেনা শীত ফিরে এল বঙ্গে (West Bengal Weather Forecast)।
সকাল থেকে ঠান্ডার শিরশিরানি হাওয়া। আর তাই ঠান্ডার ভালোরকম অনুভূতিতে শীতের প্রত্যাবর্তনের ছবি। বৃহস্পতিবারের চেয়ে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 3 ডিগ্রি কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সেটা কমে দাঁড়িয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। যা আবার স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম।
হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 24 ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। তারপরের তিন-চারদিন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী দু'দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী তিনদিন রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না।
আরও পড়ুন: নক্ষত্রের বিপরীত অবস্থানের কারণে ভুগবেন কারা জানুন রাশিফলে
এরপর থেকে তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে আগামী তিনদিন। আবহাওয়ার এই বদলে নেতাজী জয়ন্তী, বাগদেবীর আরাধনা এবং প্রজাতন্ত্র দিবসের আনন্দ শীতের আমেজ ভরে ওঠার হওয়ার সম্ভাবনা তৈরি করছে। যদিও এই ব্যাপারে কোনও পূর্বাভাস হাওয়া অফিস দেয়নি। শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের ভোরের দিক কুয়াশাচ্ছন্ন। দিন রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশেপাশে থাকবে।
