Tapas Mondal: গতকাল 11 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের ইডি দফতরে মানিক ঘনিষ্ঠ তাপস

author img

By

Published : Nov 3, 2022, 1:50 PM IST

Updated : Nov 3, 2022, 2:34 PM IST

Tapas Mondal Close aide of Manik Bhattacharya appears in ED office

গতকাল 11 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের ইডি (ED) দফতরে হাজিরা দিলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)৷

বিধাননগর, 3 নভেম্বর: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) ধৃত মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)-ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal) আজ ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন ৷ গতকাল তাঁকে প্রায় এগারো ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ।

বৃহস্পতিবার সকালে ইডি দফতরে প্রবেশের সময় তাপস মণ্ডল জানান, গতকালই আরও কিছুক্ষণ থাকতে বলেছিলেন ইডি আধিকারিকরা ৷ তবে তিনি অসুস্থ বোধ করায় জানিয়েছিলেন, আজ ফের আসবেন ৷ সেই কারণে আজ ইডি দফতরে হাজিরা দেন তিনি ৷

তাপসের কথায়, "গতকাল আরও দু ঘণ্টা থাকতে বলেছিলেন (ইডি), কিন্তু যেহেতু আমার শরীর খারাপ, সেই কারণে আমি বলেছিলাম কালকে আসব । হিসেব কালই যা দেওয়ার দিয়েছি । এই টাকা আমাদের অফলাইনের লেট ফাইন । লেট ফাইন হিসেবে বোর্ডে দিয়েছিলাম ৷ এটা মানিকবাবু বলতে পারবেন সেই টাকা কী হয়েছে না হয়েছে । সেই টাকার পরিমাণ 20 কোটি 73 লক্ষের মতো । এই টাকা সরাসরি বোর্ডে যেত ৷ আমার অফিস থেকেই বোর্ডে ডেসপ্যাচ হত এই টাকা । ইলিগ্যল ফি না ৷"

আরও পড়ুন: চতুর্থবার হাজিরায় এসে বিস্ফোরক মানিক-'ঘনিষ্ঠ' তাপস মণ্ডলের

তিনি আরও বলেন, "300 টাকা অনলাইন ফি, যেটা পরে অফলাইন হয়েছে, তার সঙ্গে চার হাজার সাতশো টাকা যোগ হয়েছে । বেআইনি কী করে ? এটা আইনি পথেই করেছে বোর্ড ৷ কারণ এতগুলো ছাত্রছাত্রী আমাদের এতগুলো কলেজের সমস্যার সমাধান তো হয়েছে । এটা আইনি কি বেআইনি আমি বলতে পারব না । পর্ষদের সভাপতি তো স্বাভাবিকভাবেই ডিসিশন নিয়েছেন । যাঁরা অফলাইনে কলেজগুলোতে ভর্তি হয়েছিলেন, যেহেতু তাঁরা ডিউ টাইমে ফর্ম ফিলাপ করতে পারেননি, তাই তাঁদের ওটা অনলাইনে করে দেওয়া হয়েছে । নিয়ম কি অনিয়ম হয়েছে সেটা বোর্ড বলবে । আমাদের সমস্যা ছিল, আমরা সমস্যা তুলে ধরেছি ৷ সমাধান হয়েছে ব্যাস ।"

Last Updated :Nov 3, 2022, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.