Suvendu Adhikari: কলকাতা পুলিশ কামড়ানো বাহিনী তৈরি করেছে, কটাক্ষ শুভেন্দুর

author img

By

Published : Nov 21, 2022, 4:02 PM IST

Updated : Nov 21, 2022, 5:17 PM IST

Suvendu Adhikari claims Kolkata Police formed Biting Squad

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) সম্পর্কে তৃণমূলের অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে সোমবার কলকাতায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha) ৷ সেখানে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেখানেই তিনি বলেন, ‘‘কলকাতা পুলিশ কামড়ানো বাহিনী তৈরি করেছে ৷’’

কলকাতা, 21 নভেম্বর: টেট (TET) উত্তীর্ণ চাকরি প্রার্থীকে কামড়ানো ইস্যুতে কলকাতা পুলিশকে (Kolkata Police) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, কলকাতা পুলিশে একটা কামড়ানো বাহিনী তৈরি হয়েছে ৷

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ৷ এর বিরুদ্ধে সোমবার কলকাতায় প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha) ৷ সেই কর্মসূচিতে হাজির হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক ৷

সেখানে তিনি একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) নিশানা করেন ৷ টেট চাকরি প্রার্থী অরুণিমা পালকে কলকাতা পুলিশের এক কনস্টেবলের কামড়ে দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন ৷

শুভেন্দুর দাবি, কলকাতা পুলিশে একটি কামড়ানো বাহিনী তৈরি করা হয়েছে ৷ গত 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন তাঁকে ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়কে (Locket Chatterjee) কামড়াতে এসেছিলেন ওই বাহিনীর সদস্যরা ৷ কিন্তু তাঁরা তা হতে দেননি ৷ তবে অরুণিমা রাজনীতির মারপ্যাঁচ না জানায় আক্রান্ত হয়েছেন ৷

কলকাতা পুলিশ কামড়ানো বাহিনী তৈরি করেছে, কটাক্ষ শুভেন্দুর

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার পথে হেস্টিংসে আটকে পড়েন শুভেন্দু ৷ তখন তাঁর সঙ্গে লকেটও ছিলেন ৷ সেই সময় কলকাতা পুলিশের মহিলা কর্মীরা তাঁর সামনেই ছিলেন ৷ তাঁকে প্রিজন ভ্যানের চেষ্টা হতেই শুভেন্দু বলেন, ‘‘ডোন্ট টাচ মাই বডি ৷ আই অ্যাম মেল ৷’’ অর্থাৎ তিনি একজন পুরুষ ৷ তাই মহিলা পুলিশ কর্মীরা যেন তাঁকে না ধরেন ৷ পরে কলকাতা পুলিশের কয়েকজন পুরুষ আধিকারিক এলে তিনি প্রিজন ভ্যানে উঠে যান ৷

এই নিয়ে সেই সময় বিতর্ক হয় ৷ তৃণমূল কংগ্রেসের তরফে অনেক কটাক্ষও করা হয় শুভেন্দু সম্পর্কে ৷ পরে যেদিন অরুণিমা পালকে কামড়ে দেওয়ার ঘটনা ঘটল, সেদিনও এই প্রসঙ্গ আবার ফিরে এসেছিল ৷ এবার স্বয়ং শুভেন্দুই তা নিয়ে সরব হলেন ৷ সমালোচনা করলেন কলকাতা পুলিশের ৷

আরও পড়ুন: তৃণমূলকে হারাতে মাতৃশক্তিকে নেতৃত্ব দিতে হবে, বার্তা শুভেন্দুর

Last Updated :Nov 21, 2022, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.