Sukanta Majumdar Criticised Mamata Banerjee : "বিএসএফের বিরুদ্ধে লড়ছেন মমতা", তোপ সুকান্তের

author img

By

Published : Nov 22, 2021, 6:10 PM IST

Updated : Nov 22, 2021, 7:02 PM IST

Sukanta Majumdar Criticized Mamata Banerjee

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 21 ডিসেম্বরের মধ্যে মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল নিয়ে সিদ্ধান্ত নিন স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়, এদিন এই দাবিও তুলেছেন সুকান্ত ৷

কলকাতা, 22 নভেম্বর : সোমবার দিল্লি যাওয়ার আগে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) -এর সঙ্গে বৈঠকে তিনি বিএসএফ (BSF) প্রসঙ্গ তুলবেন ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএসএফ নিয়ে কথা বলব ৷ বিশেষ করে এই ইস্যুটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি৷ গায়ের জোরে এলাকা দখল করতে দেব না ৷ বিএসএফ মানে কি বিজেপি সেফ ?" এই প্রসঙ্গ তুলেই এদিন মমতা বন্দ্য়োপাধ্যায়কে পাল্টা বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷

সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ও তাঁর দল বিএসএফকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন ৷ বিএসএফের বিরুদ্ধে লড়ছেন মমতা ৷ তা না করে উনি বরং অনুপ্রবেশকারী, জেএমবি জঙ্গি, পাচারকারীদের বিরুদ্ধে লড়ুন ৷ উনি সার্জিকাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তুলেছিলেন৷ " বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কটাক্ষ, "আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে তৃণমূল ৷ তৃণমূল কী চাইছে ? ওরা কী বিনা যুদ্ধে বিদেশী শক্তির ভারত দখলের পক্ষে ৷" রাজ্য বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভোট রাজনীতির জন্য বিএসএফ'কে কালিমালিপ্ত, অপমান করছে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : Abhishek in Tripura : মুখ্যমন্ত্রীর মদতে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা, বিপ্লব দেবকে আক্রমণ অভিষেকের

ত্রিপুরায় তৃণমূল নেতৃত্বের উপর আক্রমণ প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার বলেন, "ত্রিপুরার অবস্থা পশ্চিমবঙ্গের থেকে ভাল ৷ এরাজ্যে বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা হচ্ছে ৷" ত্রিপুরায় গুন্ডারাজ রাজ চলছে বলে সোমবারই কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতির কটাক্ষ, "প্রচারে থাকতে অভিষেক এইসব বলছেন ৷ একমাত্র উত্তর কোরিয়া ও পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলে ৷ "মানবাধিকার কমিশন, পুলিশ, সুপ্রিম কোর্ট তাদের কাজ করবে, যে কেউ তাদের কাছে আবেদন করতে পারেন বলেও এদিন মন্তব্য করেছেন তিনি ৷

এদিন রাজ্য বিজেপি সভাপতি অভিযোগ করেন, মগরাহাট থানায় কালী মন্দির তৈরিতে বাঁধা দেওয়া হচ্ছে ৷ রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প অর্থনৈতিক দিক দিয়ে বাস্তব সম্মত নয় বলেও এদিন মন্তব্য করেন সুকান্ত মজুমদার ৷

Last Updated :Nov 22, 2021, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.