Anish Khan Death Case : আনিশ মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিপোর্ট পেশ সিটের, সালেম খানকে ক্ষমা চাওয়ার নির্দেশ বিচারপতির

author img

By

Published : Apr 19, 2022, 8:10 PM IST

Updated : Apr 19, 2022, 10:02 PM IST

Anish Khan Death

আগামী সোমবার আনিশ মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টে (Anish Khan death case hearing in High Court) ।

কলকাতা, 19 এপ্রিল : আনিশ খান মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে 82 পাতার রিপোর্ট জমা দিল সিট (SIT submits report to Calcutta High Court in Anish Khan death case) । মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই রিপোর্ট জমা পড়েছে ৷ এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানান, আনিশ খান হত্যা মামলায় সিএফএসএল রিপোর্ট হায়দরাবাদ থেকে এসেছে, আনিশ খানের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের যে ভিডিয়োগ্রাফি রেকর্ড করা হয়েছিল সেই সমস্ত তথ্যও জেলা বিচারকের কাছে জমা করা রয়েছে । ধৃতদের পলিগ্রাফ পরীক্ষাও করা হয়েছে ৷ এদিন রাজ্যের তরফে হাইকোর্টে জানানো হয়েছে, তদন্ত প্রক্তিয়া প্রায় শেষের পথে, শীঘ্রই চার্জশিট পেশ করা হবে ৷

আনিশ খানের বাবা সালেম খানকে ক্ষমা চাওয়ার নির্দেশ বিচারপতির

আরও পড়ুন : ফি না মেটালেও ক্লাসে যোগ দিতে বাধা নয় পড়ুয়াদের, নয়া নির্দেশ হাইকোর্টের

82 পাতার এই রিপোর্টের কপি মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে । আগামী সোমবার এই মামলার বিস্তারিত শুনানি হবে । এদিন মামলার শুনানির শুরুতেই আইনজীবী অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করে বলেন, "গতকাল বিচারপতি ব্যক্তিগত কারণে এজলাসে বসেননি । সেই ব্যাপারে আনিশ খানের বাবা নাকি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি মান্থার কোথাও সমঝোতা হয়েছে ।" এই বক্তব্য শোনার পর বিচারপতি মান্থা জানান, তাহলে তিনি মামলা না শুনে ছেড়ে দিতে চান । সঙ্গে সঙ্গে মামলাকারীর তরফের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানান, তাঁরা এই দুঃখজনক ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী, বিচারপতিকে মান্থারকে মামলা না ছেড়ে দেওয়ার অনুরোধ করেন তাঁরা‌ । এরপর বিচারপতি মান্থা নির্দেশ দেন, এবিষয়ে আদালতের কাছে ক্ষমা চেয়ে হলফনামা জমা দিতে হবে আনিশের বাবা সালেম খানকে ৷

Last Updated :Apr 19, 2022, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.