ঘড়ি ধরে থাকতে হবে শপিং মলে

author img

By

Published : Jun 9, 2020, 9:30 PM IST

শপিং মল

ঘড়ি ধরে থাকতে হবে শপিং মলে

আর আগের মতো যখন তখন বা ইচ্ছে মতো ঘুরতে যেতে পারবেন না শপিং মলে ৷ আপনাকে আগে থেকে বুক করে রাখতে হবে সময় স্লট ৷ সেই স্লট মতোই পৌঁছতে হবে মলে ৷ তার মধ্যেই করতে হবে কেনাকাটা ৷ সময় শেষ হলে কর্তৃপক্ষের তরফেই আপনাকে অনুরোধ করা হবে বেরিয়ে যাওয়ার ৷

কলকাতা, 9 জুন : আগে যখন খুশি গিয়ে বসে থাকতেন শপিং মলে ৷ বন্ধুদের সঙ্গে আড্ডা, টুকটাক খাওয়া বা সময় কাটাতে অনেকেই চলে যেতেন শপিং মলে ৷ কিন্তু, এরপর আর সেটা হবে না ৷ নির্দিষ্ট সময়ের বাইরে এক মিনিটও শপিং মলে থাকতে দেবে না কর্তৃপক্ষ ৷ এবার থেকে শপিং মলে যেতে হলে বুক করতে হবে আগাম স্লট ৷ অ্যাপের স্টপ ওয়াচ বলে দেবে শপিংয়ের জন্য আর কত সময় আছে আপনার হাতে ৷

টানা 80দিন বন্ধ থাকার পর আবার সচল হয়ে উঠছে রাজ্য ৷ আড়মোড়া ভাঙছে তিলোত্তমা ৷ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সব কিছু ৷ তবে, এখন শপিং মলে যাওয়ার অভিজ্ঞতা হতে চলেছে সম্পূর্ণ আলাদা ৷ এখানেও একাধিক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই কেনাকাটা করতে হচ্ছে ৷

কোয়েস্ট মলের ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব মেহেরা বলেন, "শপিং সেন্টার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যে নিয়মগুলি বেঁধে দেওয়া হয়েছে, সেই নিয়মগুলির মধ্যে থেকেই আমরা আমাদের শপিং মলটি আবার খুলেছি ৷ 75 স্কোয়ার ফিট জায়গার মধ্যে মাত্র একজন ব্যক্তি দাঁড়াতে পারবেন ৷ প্রবেশপথ থেকে শুরু করে সব ক'টি ফ্লোরে মানা হচ্ছে বিধিনিষেধ ৷ মেইন গেটের সামনে রাখা হয়েছে কন্ট্যাক্টলেস থার্মোমিটার ও অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজ়ার ৷"

কী কী বিধিনিষেধ মানছে শপিং মলগুলি, দেখে নিন ভিডিয়োয়

এই মলটির ক্ষেত্রে নতুন একটা অ্যাপ শুরু করা হয়েছে ৷ সেখানে লগ-ইন করে পরিবারের কতজনকে নিয়ে কবে কখন শপিং মলে যেতে চান তার তথ্য দিয়ে স্লট বুক করে রাখতে হবে ৷ এরপর আপনি শপিং মলে গেলেই স্টপ ওয়াচটি উলটো দিকে ঘুরতে শুরু করবে ৷ সেই সময় শেষ হলেই মল থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হবে ৷ এছাড়া, মাস্ক পরা বাধ্যতামূলক ৷ লিফটের তিনজনের বেশি উঠতে পারবেন না ৷

অন্যদিকে, মলের খাবারের দোকানগুলিতেও 50 শতাংশ মানুষকে অনুমতি দেওয়া হচ্ছে ৷ চলমান সিঁড়ির সামনেও লেখা রয়েছে বিধিনিষেধ ৷ প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে থাকা কোয়েস্ট মলে সাধারণত আসতে পারেন পাঁচ-সাড়ে পাঁচ হাজার মানুষ প্রতিদিন আসতে পারেন ৷ তবে বর্তমানে সেই সংখ্যাও কমিয়ে আনা হয়েছে তিন থেকে সাড়ে তিন হাজারে ৷

কর্মীদের কথাও মাথায় রেখেছে মল কর্তৃপক্ষ ৷ শপিং মলের কর্মীদের দেওয়া হয়েছে ফেস শিল্ড, শু-কভার, গ্লাভস, টুপি ও মাস্ক ৷ তাঁরাও সবরকম সরকারি নিয়ম ও স্বাস্থ্য বিধি মেনেই কাজ শুরু করেছেন ৷ শুধুমাত্র মলে আসা মানুষই নয়, কর্মীদেরও নিরাপত্তার দিকে নজর রয়েছে কর্তৃপক্ষের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.