Teachers Recruitment Scam: নজরদারিতে সিসিটিভি, ইডি হেফাজতে নিরাপত্তা বাড়ল কুন্তলের; তবে কি প্রাণ সংশয়?

Teachers Recruitment Scam: নজরদারিতে সিসিটিভি, ইডি হেফাজতে নিরাপত্তা বাড়ল কুন্তলের; তবে কি প্রাণ সংশয়?
সিবিআই হেফাজতে মৃত্য়ু হয়েছে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের (Security increased for Kuntal Ghosh at ED custody) ৷ ইডি হেফাজতে রয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষ ৷ আগের ঘটনার যাতে পুনরাবৃ্ত্তি না হয় নজরদারি চালাচ্ছেন দুই ইডি আধিকারিক ৷ লাগানো হয়েছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা ৷
কলকাতা, 24 জানুয়ারি: সিবিআই হেফাজতে মত্য়ু হয়েছে বীরভূমের বগটুই কাণ্ডের অভিযুক্ত লালন শেখের ৷ সেই মৃত্যু আত্মহত্যা না খুন, তা আজও তদন্তাধীন ৷ তবে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই সক্রিয় নজরদারি ইডির ৷ বর্তমানে ইডি হেফাজতে কুন্তল ঘোষ । নিয়োগ-দুর্নীতিকাণ্ডে তাঁকে গ্রেফতার করেছে ইডি । ফলে কুন্তল ঘোষের উপর নজরদারির জন্য দু’জন ইডি আধিকারিক-সহ সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে । যাতে কোনওরকমের অপ্রীতিকর ঘটনা এড়াতেই তৎপর ইডি (Kuntal Ghosh at ED custody)৷
পাশাপাশি তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযানের পর বেশ কিছু ডায়েরি এবং পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। সেই পেনড্রাইভ এবং ডাইরিতে একাধিক সাংকেতিক ভাষায় আর্থিক লেনদেনের হিসাব পেয়েছেন গোয়েন্দারা। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এছাড়াও কুন্তল ঘোষের মোবাইল ফোন এবং ল্যাপটপ ঘেঁটে একাধিক ছোট মিডিল ম্যানদের হদিস পেয়েছেন তদন্তকারীরা। প্রয়োজনে তাদের সাথে কথা বলবেন তদন্তকারীরা ।
পাশাপাশি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি । এদিন কুন্তল (kuntal Ghosh) এবং তাপস মণ্ডলকেও মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা । তদন্তকারীদের অনুমান মুখোমুখি জিজ্ঞাসাবাদ করলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক অজানা তথ্য সামনে আসতে পারে । তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন । হয়ত এই দুর্নীতিকাণ্ডে জড়িত আরও নতুন নাম উঠে আসতে পারে ৷
আরও পড়ুন: তৃণমূলের সংস্পর্শে এসে উল্কার গতিতে উথ্থান কুন্তলের
সম্প্রতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল সিবিআই'য়ের কাছে নিয়োগকাণ্ডের একাধিক অজানা তথ্য সামনে আনতে থাকেন । ফলে তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই তদন্তকারীরা কুন্তল ঘোষ এর নাম পায়। সিবিআই তদন্তে নেমে কুন্তলকে একাধিকবার জিজ্ঞাসাবাদের পর তদন্তে নেমে ইডির গোয়েন্দারা কুন্তলের নিউটাউনের আবাসনে তল্লাশি চালায় । পাশাপাশি একাধিক নথি বাজেয়াপ্ত করার পর কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি।
