Amartya Sen Comments: 'কিছুই বলব না', বিজেপি নেতাদের কটাক্ষ প্রসঙ্গে হাসিমুখে জবাব অমর্ত্যর

Amartya Sen Comments: 'কিছুই বলব না', বিজেপি নেতাদের কটাক্ষ প্রসঙ্গে হাসিমুখে জবাব অমর্ত্যর
তাঁকে নিয়ে বিজেপি নেতাদের কটাক্ষের জবাব দিলেন না অমর্ত্য সেন (Amartya Sen) ৷ সোমবার কিছুটা মজার ছলেই তিনি জানান, কেউ কটাক্ষ করলে তিনি তা শুনে যাবেন ৷
বোলপুর, 23 জানুয়ারি: তাঁকে নিয়ে একের পর এক বিজেপি নেতাদের কটাক্ষের জবাবে হালকা চালেই প্রতিক্রিয়া দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ সোমবার এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তাঁর মন্তব্য,"কিছুই বলব না ৷ চুপ করে শুনে যাব ৷" উল্লেখ্য, কলকাতায় 'প্রতীচী ট্রাস্ট'-এর এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে দেশে বিভাজন ও অসহিষ্ণুতা নিয়ে উষ্মা প্রকাশ করেন অমর্ত্য সেন (Amartya Sen) । এছাড়াও, সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নোবেলজয়ী জানিয়েছিলেন, তাঁর মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে ৷ এরপর থেকেই তাঁকে নিয়ে নানা মন্তব্য ধেয়ে এসেছে গেরুয়া শিবিরের নেতাদের তরফ থেকে (Amartya Sen on BJP leaders comments) ৷
16 জানুয়ারি কলকাতা থেকে শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে এসেছিলেন অমর্ত্য সেন । 21 জানুয়ারি চিকিৎসার জন্য ফের কলকাতা যান তিনি ৷ এদিন চিকিৎসা করিয়ে ফের শান্তিনিকেতনের বাড়িতে এলেন অমর্ত্য সেন। প্রশ্ন করায় 'এখন শরীর ভালো আছে' জানান তিনি ৷ সোমবার চিকিৎসা করিয়ে কলকাতা থেকে তাঁর শান্তিনিকেতনের বাড়ি প্রতীচী'তে ফেরেন অমর্ত্য সেন ৷ এদিন প্রথমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান,"শরীর ভালো আছে ৷" পরে হাসিমুখে বিজেপি নেতাদের কটাক্ষ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান তিনি ৷ শুধু বলেন,"চুপ করে শুনে যাব এইটুকু বলতে পারি ।" জানা গিয়েছে বেশ কিছুদিন শান্তিনিকেতনেই থাকবেই তিনি ৷
আরও পড়ুন: তালিবান সরকারকে পরামর্শ দিন, অমর্ত্য সেনকে কটাক্ষ শুভেন্দুর
তাঁর এই মন্তব্যের পর একে একে বিজেপি নেতা দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিভিন্নভাবে ভারতরত্ন নোবেলজয়ীকে কটাক্ষ করেন । কেউ বলেন, "বয়স হয়েছে চুপ থাকতে বলুন ৷" রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে কটাক্ষ করে সম্প্রতি বলেন,"অমর্ত্য সেনকে বলুন তালিবান সরকারকে পরামর্শ দিতে ৷ রাজ্যে ভোট পরবর্তী হিংসায় যখন কর্মীরা আক্রান্ত হচ্ছিলেন তখন উনি কোথায় ছিলেন ?" আবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে কটাক্ষ করে বলেছিলেন, "ওনাদের স্বপ্ন পূরণ হবে না, নরেন্দ্র মোদিই দেশের প্রধানমন্ত্রী থাকবেন ৷"
